‘প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না’- ফেসবুক লাইভে এমন মন্তব্য করে এবার চট্টগ্রামে মামলা খেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
চট্টগ্রামের কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজ মিসি।
মঙ্গলবার রাত ১২টার দিকে এই তথ্যটি গণমাধ্যমকে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) শাহ আবদুর রউফ।
মামলার এজাহারে বলা হয়, আজিজ মিসির ফেসবুকে নুরের গত ১৪ এপ্রিলের লাইভটি দেখতে পান। ওই লাইভে তিনি ধর্মীয় উসকানিমূলক বক্তব্যের পাশাপাশি আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না এবং প্রকৃত মুসলমানরা আওয়ামী লীগ করতে পারেন না বলে মন্তব্য করেন।
বাদী মনে করছেন, নূর তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন।
নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২), ২৮(২), ২৯(১), ৩১(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে এই বক্তব্যের জন্য ঢাকা ও সিলেটে নুরের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
ঢাকার পল্টন মডেল থানায় রোববার রাতে করা একটি মামলায় আগামী ৬ জুন প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।
নুর অবশ্য তার বিরুদ্ধে মামলার পর আরও দুই বার ফেসবুক লাইভে এসে এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। বলেছেন, তরুণ রাজনীতিক হিসেবে তার ভুল হয়ে গেছে।
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়- এই কথাটিও একাধিকবার স্মরণ করিয়ে দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি।