‘প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না’- ফেসবুক লাইভে এমন মন্তব্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ৬ জুন দিন রেখেছে আদালত।
পল্টন মডেল থানায় রোববার রাতে ইলিয়াস হোসেন নামে এক যুবলীগ নেতা ও সংগীতশিল্পী ইলিয়াস হোসেন মামলাটি করেন। মঙ্গলবার মামলাটির এজাহার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা হয়।
এদিনই ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী মামলা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলে দিন নির্ধারণ করেন।
মামলার এজাহারে যা লেখা আছে
মামলার এজাহারে বলা হয়েছে, নুরুল হক নুর ১৪ এপ্রিল বিকাল ৪টা ৩৭ মিনিটে ফেসবুক লাইভে এসে বক্তব্য দেন। তার বক্তব্য আপত্তিকর, আক্রমণাত্মক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূলবোধে আঘাত হানার মতো।
বক্তব্যের এক পর্যায়ে নুর বলেন, ‘যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’
এজাহারে আরও বলা হয়েছে, উসকানিমূলক বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি, ফেসবুক পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে যাতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। এসবের মধ্যে অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট রয়েছে।
একই অভিযোগে শনিবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা হয়েছে সিলেটের সদর থানায়ও।
একের পর এক মামলার পর ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন নুর। বলেন, ‘আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগে অনেক ধর্মপ্রাণ মানুষ আছে ধর্মপ্রাণ মুসলমান আছে, সব ধর্মেরই লোক আছে এবং সব দলেই সব ধর্মেরই ধর্মপ্রাণ লোক আছে। আমি আওয়ামী লীগ সমর্থককে কিংবা আওয়ামী লীগকে আক্রমণ করে কোনো কথা বলিনি।’