রমজান মাসে দেশের নিরীহ নিরাপরাধ আলেম ওলামাদের গ্রেপ্তার ও হয়রানি করে তাদের ইবাদত বন্দেগি থেকে মাহরূম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন। তিনি সারা দেশে ‘নিরীহ ও নিরপরাধ আলেম ওলামাসহ’ সাধারণ ধর্মপ্রাণ মানুষকে হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভাঙচুরের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রোববার গ্রেপ্তার করা হয়। এ ছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে সহিংস হয়ে ওঠে হেফাজত।
২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারীর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাপক নাশকতা করে হেফাজত কর্মীরা। হাটহাজারী থানা আক্রমণ করলে পুলিশের গুলিতে নিহত হয় চার জন।
এর প্রতিবাদে ২৮ মার্চ ডাকা হরতালে হেফাজত ছিল আরও আক্রমণাত্মক। সেদিন ব্রাহ্মণবাড়িয়া শহরে ৩৮টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুরের পাশাপাশি দেয়া হয় আগুন। হামলা হয় জেলায় মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শহিদ মুক্তিযোদ্ধাদের নামফলকে।
এই পরিপ্রেক্ষিতে হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে চরমোনাই পীর এমন মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি আরও বলেছেন, রমজান মাস আসার আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে একদল মুনাফাখোর বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কঠোর হস্তে সিন্ডিকেট ভেঙে দিয়ে কালোবাজারিদের থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান দাবি জানান।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে মন্তব্য করে চরমোনাই পীর আরও বলেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। চাল, ডাল, শিশুখাদ্য ও শাকসবজির মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই।’
তিনি বলেন, ‘রমজান মাস আসার আগেই জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে একদল মুনাফাখোর। চাল, ডাল, ভোজ্য তেলসহ দ্রব্য মূল্যের আকাশচুম্বিতে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এভাবে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকলে অল্প ও মধ্য আয়ের মানুষের দুঃখ দুর্দশার কূল-কিনারা থাকবে না।’