বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন: সিপিডি

  •    
  • ১৬ এপ্রিল, ২০২১ ০০:৪৯

করোনাকালের ক্ষতিপূরণে সরকার এক লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যা জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ। এই প্রণোদনা প্রয়োজনের তুলনায় যথেষ্ট না। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো নারীদের জন্য তেমনভাবে কার্যকর হয়নি বলে মনে করে সিপিডি। তাই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নারীবান্ধব নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং বর্তমান প্যাকেজগুলোতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার সুপারিশ করা হয় ভার্চুয়াল সংলাপে।

করোনাকালে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো নারীদের জন্য তেমনভাবে কার্যকর হয়নি। এজন্য নারীবান্ধব নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষনা এবং বর্তমান প্যাকেজগুলোতে নারী ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

বৃহস্পতিবার সিপিডি আয়োজিত ‘সরকারের আর্থ-সামাজিক পুনরুদ্ধার ব্যবস্থা : নারীরা কতোটা উপকৃত হয়েছে’ শীর্ষক ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ সহযোগিতায় ছিল ইউএন ওমেন। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সংলাপে মূল প্রতিবেদন উপাস্থাপন করে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় গরীব ও নিম্ন আয়ের নারীরা। করোনার প্রভাবে গতবছর মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে গৃহে কাজ করা ৫৪ শতাংশ নারী এবং গার্মেন্টসের ১৯ শতাংশ নারীকর্মী কাজ হারিয়েছিলেন। এসমেয় বাল্যবিবাহ বেড়েছে ৫৮ শতাংশ এবং অকালে গর্ভধারণ বেড়েছে ৩০ শতাংশ।‘

তিনি বলেন, ‘সরকার এক লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যা জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ। এই প্রণোদনা প্রয়োজনের তুলনায় যথেষ্ট না। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো নারীদের জন্য তেমনভাবে কার্যকর হয়নি। অনেক নারীই প্রণোদনার সম্পর্কে জানেন না।‘ করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য নারীবান্ধব নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং বর্তমান প্যাকেজগুলোতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার সুপারিশ করেন তিনি।

করোনা অতিমারিতে নারীদের বৈশ্বিক চিত্র তুলে ধরেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকাওয়া। তিনি নারীদের জন্য প্রণোদনা প্যাকেজ পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করার তাগিদ দেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রণোদনা প্যাকেজের তথ্যগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নারীকর্মীদের কাজ হারানোর তথ্যটি কষ্টদায়ক, কিন্তু এটি বেশ পুরনো। ক্ষতিগ্রস্থের সংখ্যাটা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ বিষয়ে আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঙ্গে বসব।’

অধ্যাপক ড. রওনক জাহান বলেন, ‘বেশিরভাগ গৃহকর্মী চাকরি হারানোর কারণ করোনাকালে বেশিরভাগ মানুষ বাড়িতে লকডাউনে ছিলেন। অনেকে ভয় পান গৃহকর্মীর কারণে বাড়িতে করোনা ঢুকে যাবে বলে। প্রান্তিক এসব নারীদের বাঁচিয়ে রাখতে সরকারের একটা দায়িত্ব আছে। সংলাপ থেকে উঠে আসা সুপারিশগুলো কার্যকর করতে একটা টাস্কফোর্স গঠন করা দরকার।‘

ভার্চুয়াল সংলাপে আরও আলোচক ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. লীলা রশিদ, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক, কানিজ আলমাস, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি ড. ফৌজিয়া মোসলেম এবং দেশ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক বিদ্যা অমৃত খান।

এ বিভাগের আরো খবর