করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে স্বেচ্ছাসেবক লীগ।
রাজধানীর কলাবাগান মাঠে মঙ্গলবার সকালে এ সার্ভিসের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ নিউজবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে ১০টি অ্যাম্বুলেন্স দিয়ে এ সেবা চালু করা হচ্ছে। ক্রমান্বয়ে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও এ সেবা চালুর কথা আমরা চিন্তা করছি।
‘এ ছাড়াও আমরা রাজধানীতে দুইটি লাশবাহী গাড়িও চালু করেছি।’
গত বছর দেশে করোনা সংক্রমণ শুরু হলে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছিল আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনটি। পরে করোনার প্রাদুর্ভাব কমে এলে সার্ভিসটি কার্যকারিতা হারায়।
এ বছরের মার্চ থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সব সহযোগী সংগঠনকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
স্বেচ্ছাসেবক লীগ বলছে, সেই নির্দেশনা পালনের অংশ হিসেবেই আবার শুরু করা হলো এই এ্যম্বুলেন্স সার্ভিস।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু নিউজবাংলাকে বলেন, ‘এ সেবা যেকোনো মানুষই নিতে পারবেন। আমরা কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন (০৯৬১১৯৯৯৭৭৭) চালু করেছি। যার এ সেবা প্রয়োজন এখানে ফোন দিলেই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে।
‘এ ছাড়াও ৪০ জন চিকিৎসককে নিয়ে একটি টেলিমেডিসিন সেবাও আমরা শুরু করতে যাচ্ছি। বুধবার থেকে এই সেবা কার্যক্রম শুরু হবে। এতে হটলাইনে ফোন করে যে কেউ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আমাদের সাথে যুক্ত চিকিৎসকরা সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছেন।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘বিভাগীয় ও জেলা শহরগুলোতে এ সেবা শুরু করতে এরই মধ্যে সংগঠনে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে আছি।’