লকডাউনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
ওই সময় লকডাউন বিরোধী বক্তব্য ও স্লোগান দেয় তারা। একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ নেতা-কর্মীদের প্রেস ক্লাব এলাকা থেকে সরিয়ে দিলে দলের পল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে তারা।
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রসংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান নিউজবাংলাকে বলেন, ‘সরকার যে লকডাউন দিয়েছে তা একেবারেই অপরিকল্পিত।
‘এটা কোনো কাজেই আসছে না; বরং এই লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ ও নিম্ন আয়ের মানুষগুলোর কথা মাথায় না রেখে সরকার একদমই অযৌক্তিকভাবে লকডাউন দিয়েছে। সরকার লকডাউন দিতেই পারে। কিন্তু নিম্ন আয়ের মানুষগুলোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে।’
শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে উল্লেখ করে মাহমুদুল হাসান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে লকডাউনের প্রতিবাদে আমরা মানববন্ধন ও সমাবেশ করছিলাম।’
মাহমুদুল আরও বলেন, ‘নেতাদের বক্তব্য চালাকালে পুলিশ এসে আমাদের ব্যানার ছিনিয়ে নেয়। আমাদের প্রেস ক্লাবের সামনে থেকে তাড়িয়ে দেয়।
‘এখন আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে।’