নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে নারী নিয়ে হেফাজত নেতা মামুনুল হকের অবস্থানের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই কাণ্ডের পর হেফাজত কর্মীদের বিভিন্ন এলাকায় উগ্র আচরণ, ভাঙচুরে ক্ষোভও জানিয়েছেন সরকারপ্রধান। বলেছেন, ধর্মের নামে তাদের অধর্মের কাজ করায় ইসলাম আজ হুমকির মুখে।
রোববার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের তৃতীয় ও সমাপনী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শনিবার সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্ট-কাণ্ড নিয়েও কথা বলেন।
তিনি বলেন, ‘আমি মুফতিকে বেশি কিছু বলতে চাই না। গতকালকেই আপনারা দেখেছেন। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে ধরা পড়ে সোনারগায়ে একটি রিসোর্টে।
‘একটা রিসোর্টে ধরা পড়ে হেফাজতের জয়েন্ট সেক্রেটারি। সে ধরা পড়ল। এবং সেটা ঢাকার জন্য নানা রকম চেষ্টা।’
মামুনুল যে নারীকে নিয়ে গিয়েছিলেন, তিনি পার্লারের কর্মী জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউয়ের কাছে বলে যে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটি বলে ফেলেছি।’
তিনি বলেন, ‘যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, এরকম মিথ্যা কথা, অসত্য কথা কি তারা বলতে পারে? তারা তো বলতে পারে না। তাইলে এরা কী ধর্ম পালন করে আর মানুষকে কী ধর্ম শেখাবে?’
জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাশনিবার মামুনুল হক এক নারী নিয়ে সোনারগাঁয়ের রিসোর্টে যাওয়ার পর স্থানীয়রা তাকে ঘেরাও করে। হেফাজত নেতা তাকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করলেও তার নাম, শ্বশুরবাড়ি, শ্বশুরের নাম নিয়ে যে তথ্য দিয়েছেন, তার সঙ্গে সেই নারীর দেয়া তথ্যে কোনো মিল নেই।
মামুনুল বলেছেন, তার কথিত দ্বিতীয় স্ত্রীর নাম আমেনা তইয়্যেবা। বাড়ি খুলনায়, শ্বশুরের নাম জাহিদুল ইসলাম।
তবে সেই নারী জানিয়েছেন তার নাম জান্নাত আরা, বাবার নাম অলিয়র, গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।
দুইজনের তথ্যে নানা অনিয়মের পর রাতে তিনটি মোবাইল কথোপকথনের অডিও ফেসবুকে ফাঁস হয়। এর একটিতে বোঝা যায় মামুনুল তার চার সন্তানের জননী স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। সেখানে তিনি বলেন, সেই নারী তার পরিচিত শহীদুল ইসলামের স্ত্রী। ঘটনার কারণে চাপে পড়ে স্ত্রী বলতে বাধ্য হয়েছেন।
- আরও পড়ুন: নারীসহ রিসোর্টে মামুনুল হক আটক
পরে আরেকটি কথোপকথন ফাঁস হয়, যা মামুনুলের সঙ্গে তার রিসোর্টের সঙ্গীনির মধ্যকার বলে প্রতীয়মান হয়। সেখানে সেই নারী জানান, তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে তার মায়ের একটি বন্ধ মোবাইল নম্বর দিয়েছেন। আর অন্য একজন যখন তাকে কোথায় বিয়ে হয়েছে জিজ্ঞেস করেছে, তখন তিনি বলেছেন, এটা জানেন না। মামুনুলের সঙ্গে কথা বলে নেবেন।
শনিবার কয়েক ঘণ্টা হাঙ্গামার পর রিসোর্ট থেকে মামুনুলকে ছিনিয়ে নিয়ে আসেন হেফাজতকর্মীরাআরও একটি কথোপকথনে বোঝা যায় মামুনুলের বোন কথা বলেছেন হেফাজত নেতার চার সন্তানের জননী স্ত্রীর সঙ্গে। তিনি তাকে বুঝিয়েছেন, কেউ যদি তাকে ফোন করে, তাহলে তিনি যেন বলেন, তিনি বিয়ের অনুমতি দিয়েছেন এবং তার শাশুড়ি এই বিয়ের আয়োজন করেছেন।
এরপর মামুনুল ফেসবুক লাইভে এসে বলেন, তিনি বিয়ে করেছেন তার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রীকে। পারিবারিকভাবেই এই বিয়ে হয়েছে।
- আরও পড়ুন: ‘সে শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছ?’
পরদিন ফেসবুক স্ট্যাটাসে তিনি একে একটি মানবিক বিয়ে উল্লেখ করে লেখেন, সেই নারীর সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ির আগে তিনি সংসার ঠেকানোর চেষ্টা করেছেন। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মেয়েটি দুর্দশায় পড়ে যায়। সে সময় তিনি বিয়ে করে নিয়েছেন তাকে।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোকের জন্য আজকে এই ধর্মটা জঙ্গীর নাম, সন্ত্রাসের নাম…আর এখন তো যে চরিত্র দেখাল, তাতে দুশ্চরিত্রের নাম সব নাম জুড়ে দিচ্ছে।’
সোনারগাঁওয়ের সেই রিসোর্টে হামলার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজত কর্মীদের আগুনতবে মামুনুল যখন বিব্রতকর অবস্থায় পড়ে অসংলগ্ন কথা বলছিলেন, তখন তাকে উদ্ধার করে নিয়ে আসে হেফাজতের স্থানীয় কর্মীরা। তারা রিসোর্টে গিয়ে ভাঙচুর করেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক অবরোধ করে গাড়ি ভেঙেছেন, হামলা হয়েছে দোকানপাট, পুলিশ বক্সে।
সুনামগঞ্জের ছাতকে হামলা হয়েছে থানায়।
ধর্মকে তারা ছোট করছে, বিচার হবে
প্রধানমন্ত্রী হেফাজত কর্মীদের এই তাণ্ডবে যে বিরক্ত, সেটি তার বক্তব্যে ফুটে ওঠে। তিনি বলেন, ‘হেফাজতের যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি, যে তারাও একটু বুঝুক যে কোন নেতৃত্ব তাদের! এই যে আগুন জ্বালাও টালাও পোড়াও করে তিনি বিনোদন করতে গেলেন একটি রিসোর্টে আরেকজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক। এবং ইসলাম ধর্ম কে তারা ছোট করে দিচ্ছে।’
সন্ত্রাস করলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। বিশ্বের সবচেয়ে ধৈর্য ও সহনশীলতার ধর্ম। এরা ধর্মের নামে অধর্মের কাজ করে বলে আজ ইসলাম হুমকির মধ্যে। এরা আসলে ধর্ম ব্যবসায়ী। এদের ছাড় দেয়া হবে না। যারাই ধর্মের নামে অধর্মের কাজ করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’
আগের দিন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা শেখ ফজলুল করিম সেলিমও সংসদে দেয়া বক্তব্যে হেফাজতকে সতর্ক করে বলেন, এদের আর ছাড় দেয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘এদের নাম হেফাজতে ইসলাম। কিন্তু এরা ধর্মের নামে অধর্ম করে। এরা ধর্ম ব্যবসায়ী। এদের সঙ্গে যোগ দিয়েছে জামায়াত-বিএনপি।
‘কিছু হলেই তারা সরকারি অফিস, আমাদের বাড়িতে আগুন দেয়। আগুনে কি একজনের বাড়ি পোড়ে? কাল যদি আপনাদের বাড়ি, মাদ্রাসায় আগুন লাগে, আপনারা কী করবেন? মানুষ কি তা বসে বসে দেখবে?
‘আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকুও আমি বলতে চাই। কারণ একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের জান, মাল রক্ষা করা হলো দায়িত্ব। আর হেফাজতের নামে তারা জ্বালাও পোড়াও করে যাচ্ছে।’
গত ২৬ মার্চ থেকে হেফাজত কর্মীরা সড়কে, সরকারি-বেসরকারি স্থাপনায় বেপরোয়া হামলা করছেন‘এটাও সত্য, সবাই কিন্তু খারাপ নয়’- এমন কথাও বলেন শেখ হাসিনা।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ মার্চ থেকে হেফাজত কর্মীরা নানা নাশকতায় করে আসছেন।
সেদিন বায়লতুল মোকাররমে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ থেকে মিছিল নিয়ে গিয়ে সরকারি ডাকবাংলো, এসিল্যান্ড অফিস ও থানায় হামলা চালান হেফাজত কর্মীরা। এ সময় পুলিশের গুলিতে নিহত হন চার ব্যক্তি।
- আরও পড়ুন: মামুনুলের রিসোর্ট-কাণ্ড: মুন্সিগঞ্জ তাণ্ডবে মামলা
- আরও পড়ুন: ছাতক থানায় হেফাজতের হামলা, পুলিশসহ আহত ২০
একই দিন ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব ছিল আরও ব্যাপক। সেখানে রেলস্টেশন, আনসার ক্যাম্প, পানি উন্নয়ন বোর্ড কার্ালয় ভাঙচুর করে পেট্রল ঢেলে দেয়া হয় আগুন। হামলা হয় পুলিশ সুপার কার্ালয়ে। সে সময় পুলিশ গুলি চালালে প্রাণ হারায় আরও একজন।
এর প্রতিবাদে ২৮ মার্চের হরতালে হেফাজত কর্মীদের হামলা ছিল আরও ব্যাপক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে তিন কিলোমিটারে ৫০টিরও বেশি গাড়ি ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু গাড়িতে দেয়া হয় আগুন। গণমাধ্যমকর্মী দেখলেই তারা হামলে পড়েছেন।
একই দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান ও হজিগঞ্জের আজমিরীগঞ্জে মসজিদে মাইকিং করে হামলা হয়েছে স্থানীয় থানায়। পিটিয়ে আহত করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের।
কিশোরগঞ্জ শহরে জেলা আওয়ামী লীগের কার্ালয়ে হামলা করে তছনছ করা হয়েছে।
তবে ব্রাহ্মণবাড়িয়ায় যে হামলা হয়েছে, সেটি ছিল আরও ব্যাপক। সেখানে জেলা পরিষদ, পৌরসভা কার্ালয়, ভূমি অফিস, প্রেসক্লাব ছাড়াও মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন আছে, সেগুলো ভাঙচুর করে আগুন দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল, মুক্তিযুদ্ধে শহিদদের নামফলকও বাদ যায়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করে দেয়া হয়েছে আগুন।