জাতীয় সংসদে বিএনপি থেকে দলীয় হুইপ হিসেবে সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়নের আবেদন করেছে বিএনপি।
শনিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক এই আবেদন করা হয় বলে নিউজবাংলাকে জানান দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
স্পিকারের কাছে বিএনপি দলীয় তিনজন সাংসদ সম্মিলিতভাবে রুমিন ফারহানাকে হুইপ করার প্রস্তাব জমা দেন। আবেদনকারী বিএনপিদলীয় সাংসদরা হলেন হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও ব্যারিস্টার রুমিন ফারহানা নিজে।
বিষয়টি নিয়ে সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন রুমিন ফারহানা। তিনি লিখেছেন, ‘দলের পক্ষ থেকে আমাকে জাতীয় সংসদের হুইপ মনোনয়ন দেয়া হয়েছে। আমার প্রতি দলের সর্বোচ্চ নেতৃত্ব যে আস্থা রেখেছে তার মর্যাদা রক্ষার আপ্রাণ চেষ্টা আমি করব। ইনশা আল্লাহ।’