দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার আশঙ্কাজনক হারে বাড়তে থাকলেও তা নিয়ন্ত্রণে সরকারের কোনো গা নেই বলে মন্তব্য বিএনপির। দলটি থেকে বলা হচ্ছে, করোনা নিয়ন্ত্রণে সরকার যে সাফল্যের কথা বলছে তা ‘একেবারেই মিথ্যা’।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আজকে করোনা সংক্রমণ মারাত্মকভাবে, ভয়ঙ্করভাবে বাড়ছে। এটার যে…, গতকালই দেখলাম স্বাস্থ্য বিভাগ একটা ১৮ দফা নির্দেশনা জারি করেছে। কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য সরকারের যে উদ্যোগ সেটা কখনোই লক্ষ্য করা যায়নি।
‘আজকে বাংলাদেশে সবসময় একটা মিথ্যা প্রচারণা করা হচ্ছে যে, এখানে খুব চমৎকারভাবে সরকার করোনা সমস্যাটাকে সমাধান করছে, তারা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। কিন্তু ইট ইজ এ লায়িং। যেটা একেবারেই মিথ্যা কথা।’
মির্জা ফখরুল বলেন, ‘আমার যেটা আপত্তি, আজকে যে স্বাস্থ্য বিভাগ ১৮ দফা দিয়েছেন পালন করার জন্য। সরকারের উদ্যোগটা কোথায়? সেখানে একটা টোটাল হেলথ মিনিস্ট্রি থেকে শুধু না, সরকারের পক্ষ থেকে যে দৃশ্যমান একটা ক্যাম্পিং থাকবে, প্রচার থাকবে, উদ্যোগ থাকবে-সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না।’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘তারা (সরকার) ফ্যাক্টসগুলোকে গোপন করছে, ডাটাগুলোকে গোপন করছে। এর আগে টেস্টই করেনি… যে করতে পেরেছে তার ওপর তারা নিদের্শনা দিয়েছে। এখনও যে টেস্ট হচ্ছে তা খুবই কম।
‘শুধু ঢাকাতেই না সারা বাংলাদেশেই টেস্টেগুলো হচ্ছে না। আমরা মনে হয় তো ১০ শতাংশও টেস্ট হচ্ছে না, আমার ধারণা এটা। এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী সরকার। কখনোই এটাকে সঠিকভাবে উপলব্ধি করা বা সেটার জন্য একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা এই কাজগুলো তারা করে নাই।’
দেশে লম্বা একটা সময় করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও গরমের শুরুতে আবারও তা বাড়ছে। গত দুই দিন টানা পাঁচ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে আশঙ্কাজনক হারে।
সংক্রমণ নিয়ন্ত্রণে ১৮ দফার একটি নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু মাস্ক পরা বা অন্যান্য স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে মানুষ যেন উদাসীন।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: নিউজবাংলা
বিএনপির মহাসচিব বলেন, ‘এই যে জনগণের এওয়ারনেসের অভাব, আমরা দেখতে পারছি-মাস্ক পরে না। কেনো পরে না? কারণ সরকার সেটা তাদেরকে বুঝাতে সক্ষম হননি।
‘যে ক্যাম্পিং করা দরকার, যে উদ্যোগটা নেয়া দরকার সেই উদ্যোগটা আসেনি সরকারের কাছ থেকে। যার ফলে সংক্রামণ মারাত্মকভাবে বাড়ছে।’
করোনার মধ্যে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারের নানা উৎসব আয়োজনের সমালোচনা করলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘এই যে, উৎসব পালন করা যে, বিদেশি মেহমান-টেমানরা আসছেন। তার অনেক আগেই স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছিলে যে, করোনা খুব মারাত্মকভাবে আসছে, অবিলম্বে আপনার বন্ধ করা দরকার। কারণ তারা উৎসব পালন করার জন্য, বর্ষ পালন করার জন্য তখনও করেননি, এখনও করেনি।
‘এখন যেহেতু উৎসব শেষ হয়েছে, তাদের মহান অতিথিরা চলে গেছেন। এখন তারা এই বিষয়টা আবার আনছে সামনে।’
করোনা সংক্রামণ মোকাবিলায় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা সরকারের নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার তো নির্বাচিতই না। নির্বাচিত না হলে তো জনগণের প্রতি সেই সরকারের কোনো দায়বদ্ধতা থাকতে পারে না। তাদের কোনো দায়বদ্ধতাই নাই। মানুষ মরল কি বাঁচল, তাতে তাদের কিছু যায় আসে না।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।