বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির বিক্ষোভে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ১৬:৪০

নওগাঁয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। আহত হয় পুলিশসহ বেশ কয়েকজন। নাটোর ও টাঙ্গাইলে হয়েছে ধাওয়া-পাল্টা ধাওয়া। কিশোরগঞ্জ ও লালমনিরহাটে মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে হয় তর্কাতর্কি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় হেফাজতে ইসলামের আন্দোলনে ‘হামলা চালিয়ে হত্যার’ প্রতিবাদে বিভিন্ন জেলায় মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

এর মধ্যে নওগাঁয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের হয়েছে। এতে আহত হয়েছে পুলিশসহ বেশ কয়েকজন। নাটোর, টাঙ্গাইলেও হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া।

নওগাঁ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সকালে মিছিল নিয়ে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ছিল আগেই। তাদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এরপর পুলিশ ফাঁকা গুলি, রাবার বুলেট ছুড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ছড়িয়ে ছিটিয়ে গিয়ে বিএনপি কর্মীরা ইট-পাটকেল ছোড়ে। আশপাশের বেশ কয়েকটি দোকান, একটি মোটরসাইকেল ও একটি গাড়ি ভাঙচুর করে তারা।

নওগাঁয় বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও গুলি চালায়

জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ জানান, দলীয় কর্যালয়ের সামনে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলেন। তাতে পুলিশ বাধা দেয়ার পাশাপাশি হামলা চালায়।

তিনি জানান, পুলিশের গুলিতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম মিলি গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। আহত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন আরও ছয় নেতাকর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, সমাবেশে বিএনপির কয়েকজন নেতা-কর্মী উসকানিমূলক স্লোগান দেয়। এরপর বিনা উসকানিতে তারা পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। এ সময় পুলিশের সাতজন আহত হয়।

নাটোর

শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে সকালে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে এগিয়ে যায় পুলিশ।

সেখানে তর্কাতর্কির পর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামকে পুলিশ আটক করার চেষ্টা করে। নেতা-কর্মীরা তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

নাটোরে বিএনপি-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের দমন-পীড়নের অংশ হিসেবে পুলিশ বিরূপ আচরণ করেছে। দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি তারা। নেতা-কর্মীদের আটকের চেষ্টা করেছে। ধাওয়া দিয়ে বিক্ষোভ সমাবেশ পন্ড করেছে তারা।’

টাঙ্গাইল

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে সকালে প্রেসক্লাবের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল।

তাতে বাধা দিলে পুলিশ সদস্যদের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ফরহাদ ইকবাল নিউজবাংলাকে বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা কোনো আন্ডারগ্রাউন্ড দল না। আমাদের এটা কেন্দ্রীয় কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ এমন কর্মসূচি আমাদের করতে দেয় না।’

টাঙ্গাইলে বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ বলেন, ‘তারা তাদের অনুষ্ঠান করবে। এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা তো আমাদের জানিয়ে করবে যে তারা প্রোগ্রাম করতে যাচ্ছে।

‘তারা আমাদের না জানিয়েই শহরের যেকোনো জায়গায় অনুষ্ঠান শুরু করে দেয়। এতে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হয়। তাই আমরা সেখান থেকে সরিয়ে দিয়েছি। মিথ্যে অভিযোগ দেয়াটা তাদের এখন নিয়মে পরিণত হয়েছে।’

লালমনিরহাট ও কিশোরগঞ্জেও জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। বিএনপি কার্যালয়েই শেষ হয় বিক্ষোভ কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো খবর