আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বৃহৎ পরিসরে না করে ঘরোয়াভাবে করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এই নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, ‘এখন থেকে রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম বাইরে করা যাবে না।
‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে কার্যক্রম পালন করতে হবে।’
দেশে সোমবার এক দিনে ৫ হাজার ১৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়, আর মারা যান ৪৫ জন। সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় সরকার জনসমাগমে বিধিনিষেধ দিয়ে ১৮টি নির্দেশনা জারি করে।
ব্রিফিংয়ে কাদের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় অর্ধেক জনবল দিয়ে পরিচালনা এবং উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করার ওপর গুরুত্ব দেয়ার কথা জানান।
সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টন
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এখন থেকে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন ও রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।’
এর আগে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে ছিলেন আহমদ হোসেন, রংপুরে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাখাওয়াত হোসেন শফিক ছিলেন সিলেট বিভাগের দায়িত্বে।