বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

  •    
  • ২৯ মার্চ, ২০২১ ০১:১৩

সদ্য সাবেক সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, ‘জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি ফেসবুকে দেখেছি। ভাল থাকুক প্রাণের ছাত্রলীগ। তবে আফসোস থাকবে একটাই, কী অপরাধে ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, তা জানতেও পারলাম না।’

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে জেলার ত্রিশাল উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে সরাসরি বা ডাকযোগে তাদের জীবনবৃত্তান্ত পাঠানোর নির্দেশ দেয়া হলো।ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, ‘জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি ফেসবুকে দেখেছি। ভাল থাকুক প্রাণের ছাত্রলীগ। তবে আফসোস থাকবে একটাই, কী অপরাধে ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, তা জানতেও পারলাম না।’

সদ্য সাবেক সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমি জানতে পেরেছি। আমার পক্ষ থেকে আগামী ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃত্বের জন্য শুভ কামনা থাকল।’২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি রকিবুল ইসলাম রকিবকে সভাপতি ও সরকার মো. সব্যসাচীকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।তৎকালীন কেন্দ্রীয় নেতারা সভাপতি-সাধারণ সম্পাদককে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিলেও গত পাঁচ বছরেও সেই কমিটি গঠিত হয়নি।

এ বিভাগের আরো খবর