বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃতজ্ঞতায় আবদ্ধ করবেন মোদি: জি এম কাদের

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৯:০৮

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশের আপামর মানুষের সাথে একাত্মতা প্রকাশ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের মাঝে এসে এ দেশবাসীকে আবারও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে রাখবেন।’  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মানুষকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মোদির সফরকে স্বাগত জানিয়ে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘বাংলাদেশের আপামর মানুষের সাথে একাত্মতা প্রকাশ করতে নরেন্দ্র মোদি আমাদের মাঝে এসে এ দেশবাসীকে আবারও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে রাখবেন।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সীমান্ত হত্যা, বাংলাদেশ-ভারত অসম সম্পর্ক ও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতি সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করছে কয়েকটি রাজনৈতিক সংগঠন। মোদির সফর ঠেকানোরও ঘোষণা দিয়েছে তারা। এর মধ্যেই মোদিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিল জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এ দেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আমরা ভারতের সঙ্গে সব সময় সুপ্রতিবেশীসুলভ আচরণ করে আসছি।’

জি এম কাদের বলেন, ‘এই বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে। বিশেষ করে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের উৎসবে এ দেশের জনগণের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।’

তিনি আরও বলেন, ‘ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। সুবর্ণজয়ন্তীতে আগত সকল মেহমানকে আনন্দচিত্তে ও সাদরে বরণ করে আমরা আমাদের সুনাম রক্ষা করব।’

বিবৃতিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশ্বের যেসব সরকার ও রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংসদের বিরোধীদলীয় উপনেতা।

এ বিভাগের আরো খবর