আওয়ামী লীগ ও বিএনপি কেউই জাতীয় পার্টির (জাপা) বন্ধু নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার বনানীতে তার কার্যালয়ে দলের নির্বাহী ও কেন্দ্রীয় সদস্যদের সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টির ওপর হামলা ও মামলা দিয়ে নির্যাতন করেছে। অফিস দখল করেছে, গুন্ডা ও পুলিশ পাঠিয়ে সভা সমাবেশ বন্ধ করে দিয়েছে। জাতীয় পার্টির ওপর বিএনপি যে অত্যাচার করেছে, আল্লাহর বিচারে তারা এখন দশ গুণ বেশি ফিরে পাচ্ছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, জাতীয় পার্টিকে ভাঙনের মুখে ফেলেছে।’
আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাট করার লক্ষ্যে রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। দেশের মানুষ স্বাধীনতা পেলেও আওয়ামী লীগ ও বিএনপি সৃষ্ট বৈষম্যের শিকার হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে ক্ষমতা গিয়ে লুটপাট করার লক্ষ্য নিয়ে।’
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা স্বৈরশাসক হুসেইন মুহাম্মদের ভাই জি এম কাদের স্বৈরতন্ত্র সম্পর্কে বলেন, ‘১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে দলীয়করণ করেছে, যাকে স্বৈরতন্ত্র বলা যায়। আওয়ামী লীগ ও বিএনপির দলীয়করণে দেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপি করলেই চাকরি ও ব্যবসায় সুযোগ আছে, সাধারণ মানুষের কোনো অধিকার নেই।’
তিনি বলেন, হিসাবমতে, দেশে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু যারা সরকারি দল করে তাদের আয় বেড়েছে হাজার হাজার গুণ। কিন্তু দেশের মানুষ মাথাপিছু আয়ের সুফল থেকে বঞ্চিত।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ দলের কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য দেন।