বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিথ্যা বলায় পুরস্কার থাকলে পেতেন ফখরুল: হাছান

  •    
  • ১৪ মার্চ, ২০২১ ১৪:২৪

ওবায়দুল কাদেরের বক্তব্য কৌতুক লাগে বলে মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে হাছান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় দুইটি বিষয় থাকে। একটি হচ্ছে প্রচুর মিথ্যায় ভরপুর। ফখরুল ইসলাম আলমগীর অবলীলায় অত্যন্ত সাবলীলভাবে তিনি মিথ্যা কথা বলেন।’

মিথ্যা বলার কোনো পুরস্কার থাকলে সেটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরের বক্তব্য কৌতুক লাগে বলে মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে হাছান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় দুইটি বিষয় থাকে। একটি হচ্ছে প্রচুর মিথ্যায় ভরপুর। ফখরুল ইসলাম আলমগীর অবলীলায় অত্যন্ত সাবলীলভাবে তিনি মিথ্যা কথা বলেন।

‘সে জন্য তাকে অনেকে ভিন্ন নামও বলেন। আমি সেটি বলতে চাই না। তার প্রতি সম্মান রেখে বলতে চাই, মিথ্যা বলায় যদি কোনো পুরস্কার দেওয়া যেত, তাহলে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পেতেন।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন চিকিৎসা ও সেবা কমিটির এক অনুষ্ঠানে ফখরুল বলেন, ওবায়দুল কাদেরের কথায় সবাই বিনোদন পান ও কৌতুকবোধ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পর্কে এমন কথা বলে বিএনপি মহাসচিব ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে মন্তব্য করেন হাছান।

‘এ কথা বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা সঠিক নয়। রাজনীতিতে সমালোচনা হবে। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বা সরকারের সমালোচনা হতে পারে। আশা করি ব্যক্তিগত সমালোচনা করবেন না। উনার কথায় সারা দেশবাসী কৌতুক করে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচির পালটা কর্মসূচি থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন আমরা পালটাপালটি কর্মসূচিতে বিশ্বাস করি না। জনগণ আওয়ামী লীগকে রায় দিয়েছে দেশ পরিচালনার জন্য। প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে গত ১২ বছর ধরে দেশ পরিচালনা করছেন।

‘সে কারণেই আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ।’

তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করছি। যারা জনগণের জন্য কাজ না করে দেশে গুজব রটাচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে, করোনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে…তারা সেই কাজগুলোই করছে। সেটির পরিপ্রেক্ষিতে জনগণ যাতে বিভ্রান্ত না হয় সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’

এ বিভাগের আরো খবর