জাতীয় পার্টি ‘পরগাছা হয়ে থাকবে না’ বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। বলেছেন, তারা স্বকীয়তা বজায় রেখে চলবেন।
গত তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জোটসঙ্গী দলটি একাদশ সংসদ নির্বাচনের পর জোট থেকে বের হয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় আছে। দশম সংসদ নির্বাচনের পরও দলটির একই ভূমিকা ছিল, তবে সে সময় সরকারেও প্রতিনিধি ছিল দলটির।
এসব কারণে জাতীয় পার্টিকে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের সহযোগী হিসেবে সমালোচনা করে আসছে বিএনপি।
জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি কোনো জোটেই নেই। বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চায় না, জাতীয় পার্টিও আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গেও আমাদের কোনো যোগাযোগ নেই।’
শনিবার রাজধানীর বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের সাংগঠনিক সভায় বক্তব্য রাখছিলেন জাপা চেয়ারম্যান।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি কখনই পরগাছা হয়ে রাজনীতি করবে না। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব স্বকীয়তা নিয়েই রাজনীতির মাঠে এগিয়ে যাবে।’
আওয়ামী লীগ ও বিএনপি দেশকে জুলুমখানায় পরিণত করেছে অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘আমরা দেশের মানুষকে সকল জুলুম নির্যাতন থেকে মুক্তি দেব। আমরা বিরোধী দলে আছি, সকল পরিস্থিতি মোকাবিলা করে আমরা দেশের মানুষের পক্ষে কথা বলব।’
দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না দাবি করে সংসদে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষ দিশেহারা, তারা এই দুটি দলের হাত থেকে মুক্তি চায়। আওয়ামী লীগ ও বিএনপি দেশে দুঃশাসন সৃষ্টি করেছে, আমরা দেশের মানুষের জন্য প্রকৃত গণতন্ত্র উপহার দেব।’
বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও জাতীয় পার্টি তাতে অংশ নেবে বলেও ইঙ্গিত দেন দলের চেয়ারম্যান। বলেন, ‘দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি নির্বাচনে যাবে। চ্যালেঞ্জ ছাড়া কোনো নির্বাচনেই কাউকে ছেড়ে দেয়া হবে না।’
দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘দেশে আইনের শাসন নেই। নির্যাতনের শিকার লেখক মুশতাক জেলখানায় মারা গেছেন। নির্যাতিত কর্টিুনিস্ট কিশোর জামিন পেয়েছেন মুশতাকের মৃত্যুর পর।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু এ সময় উপস্থিত ছিলেন।