বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্লোগানে ক্ষেপলেন মির্জা ফখরুল

  •    
  • ১২ মার্চ, ২০২১ ১৮:২২

শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বার বার মানা করার পরও স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা। এতে বিরক্তি প্রকাশ করে দলীয় অনুষ্ঠানে যথাযথ ও যথা সময়ে স্লোগান দেয়ার নির্দেশনা দেন তিনি।

বক্তব্যের সময় নেতাকর্মীদের অপ্রাসঙ্গিক স্রোগানে ক্ষেপেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনে এই বিরক্তি প্রকাশ করে দলীয় অনুষ্ঠানে যথাযথ ও যথা সময়ে স্লোগান দেয়ার নির্দেশনা দেন তিনি।

এর আগে সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুকে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব। তার বক্তব্যের শুরুতে নেতাকর্মীরা স্লোগান দেয়া শুরু করলে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের অনুরোধ করব, প্লিজ থামেন। বক্তব্যের সময় কেউ অপ্রাসঙ্গিক স্লোগান দেবেন না।’

তার এমন অনুরোধের পরও নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তখন বিএনপি মহাসচিব বলেন, ‘বার বার করে বলছি যে, বক্তব্যের সময়ে কেউ স্লোগান দেবেন না, কথা শোনেন না কেন?’

এরপরও নেতাকর্মীর স্লোগান দেয়া থেকে বিরত হচ্ছিলেন না। এতে বিরক্তি প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘একটু ধৈর্য ধরে ২-৩ মিনিট যদি বক্তব্য না শুনেন, তাহলে কষ্ট করে আসছেন কেন সম্মেলনে? প্লিজ একটু ধৈর্য ধরেন।’

তিনি বলেন, ‘আমি আশা করব, আপনারা সবাই স্লোগান দেয়ার সময় রাজনৈতিকভাবে আরও সচেতন হবেন। প্রত্যেকে রাজনীতিটাকে সামনে নিয়ে আসবেন।’

বিএনপি মহাসচিব তার বক্তব্যের শেষ পর্যায়ে দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে কথা বলা শুরু করতেই নেতাকর্মীরা চেয়ারপারসনের মুক্তি দাবিতে স্লোগান দেয়া শুরু করেন।

তখন নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দাঁড়াও। এ স্লোগান তো আগে দাওনি। আজকে সারাক্ষণ একটাই স্লোগান হওয়া উচিত ছিল- খালেদা জিয়ার মুক্তি চাই।’

তিনি বলেন, ‘‘স্লোগান হবে- ‘খালেদা জিয়ার মুক্তি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি’ ‘তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা’, ‘রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর’ এবং ‘বর্তমান অযোগ্য নির্বাচন কমিশনকে সরিয়ে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবিতে।’’

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুব সন্দুর সুন্দর কথা বলেন। চমৎকার আসনে বসে তিনি বিএনপির বিরুদ্ধে বিষোদগার করতে থাকেন। প্রতিদিন তিনি বিএনপিকে সবক দেন।’

তিনি বলেন, ‘আপনি আপনার নিজের ঘরকে আগে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা যে সব ন্যক্কারজনক কথা আপনার সম্পর্কে বলছে, সেটার পর আপনার পদত্যাগ করা উচিত। আপনারা নিজের ঘরে নিজেরা মারামারি করে দুই জনকে হত্যা করেছেন।’

সরকারের উন্নয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাভবান হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ লুটেরা সরকারে পরিণত হয়েছে। কৃষকদের সমস্যার সমাধান এই সরকার করতে পারেনি। কৃষকদের জন্য যে তহবিল তা ক্ষমতাসীন দলটি নিজের লোকদের মধ্যে ভাগ করে দিয়েছে।’

এ বিভাগের আরো খবর