বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭ মার্চ নিয়ে বিএনপির দুরভিসন্ধি জানা নেই: হাছান

  •    
  • ৭ মার্চ, ২০২১ ১৫:৫০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন ৫০ বছর আগে যেমন ছিল, আজকে ৫০ বছর পরে সেই একই রকম আছে। এখনও মানুষ এ ভাষণ শুনে উদ্দীপ্ত হয়।’

বিএনপির ৭ মার্চের কর্মসূচির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোন দুরভিসন্ধি নিয়ে তারা এটি পালন করছে, তা জানেন না তারা।রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রোববার ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: বাঙালির মুক্তির সড়ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান বলেন, ‘আজকে ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই ৭ মার্চের ভাষণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর এ ভাষণ বাজেনি। রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে এ ভাষণ নিষিদ্ধ ছিল, এমনকি বঙ্গবন্ধুর নামটিও নিষিদ্ধ ছিল।’

বিএনপির ৭ মার্চ কর্মসূচি পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে দেখলাম, যারা এ ভাষণকে নিষিদ্ধ করেছিল, ইতিহাসকে বিকৃত করেছিল, বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার চেষ্টা করেছিল, তারা ৭ মার্চ পালন করছে। কোন দুরভিসন্ধি নিয়ে তারা এটি করছে, আমি জানি না।

‘তবে তাদের জানাব, ইতিহাস বিকৃত করে কোনো লাভ হয়নি; বরং বঙ্গবন্ধু তার স্বকীয় মহিমায় নতুন প্রজন্মের মনের গভীরে প্রোথিত হয়েছেন।’বিএনপির প্রতি ইঙ্গিত করে হাছান বলেন, ‘আজকের দিনে আমি অনুরোধ জানাব, সবাই যেন সঠিক ইতিহাসকে মেনে নেয়। ইতিহাসকে মেনে নিয়ে আমরা যার যার অবস্থান থেকে যেন রাজনীতি করি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন ৫০ বছর আগে যেমন ছিল, আজকে ৫০ বছর পরে সেই একই রকম আছে। এখনও মানুষ এ ভাষণ শুনে উদ্দীপ্ত হয়।’

সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘যারা ৭ মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিলেন, মিডিয়াতে বঙ্গবন্ধু কথাটি লেখা যাবে না বলে নিষিদ্ধ করেছিলেন, তারা আজ প্রথমবারের মতো ৭ মার্চের দিবস পালন করতে যাচ্ছেন।

‘আমি মনে করি এ কৃতিত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দল দেশ স্বাধীন করেছিল, সেই বাংলাদেশ আওয়ামী লীগের।’

ইকবাল সোবহান বলেন, ‘ইতিহাসকে নতুন করে যখন আমরা পালন করছি, তখন ইতিহাসকে যারা পরিবর্তন করতে চেয়েছিল সেই খলনায়কদেরও আমাদের স্মরণ করতে হবে। ইতিহাসের এ শত্রুদের আমাদের চিহ্নিত করতে হবে, না হলে ইতিহাস তার নিজের গতিতে চলবে না।’

সেমিনারে জ্যেষ্ঠ সাংবাদিক অজিত কুমার সরকার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ অনেকে।

এ বিভাগের আরো খবর