বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংসদ ভবন ঘেরাওয়ের ঘোষণা নুরের

  • মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    
  • ৫ মার্চ, ২০২১ ২১:১৮

নুরুল হক নুর বলেন, ‘২৬ মার্চের মধ্যে এই কালো আইন বাতিল না হলে কালো আইন তৈরির কারখানা সংসদ ভবন ঘেরাও হবে।’

২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে সংসদ ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাককে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে বিচার, ছাত্র-শ্রমিক ও রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে কয়েকটি ছাত্র সংগঠন আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন অভিহিত করে নুর বলেন, ‘২৬ মার্চের মধ্যে এই কালো আইন বাতিল না হলে কালো আইন তৈরির কারখানা সংসদ ভবন ঘেরাও হবে।’

এ সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসারও সমালোচনা করেন নুর।

তিনি বলেন, ‘মোদিকে বাংলাদেশে এনে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তামাশা করবেন না। মুক্তিযুদ্ধ হয়েছে এটি অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য। মোদির মতো সাম্প্রদায়িককে এনে মুক্তিযোদ্ধাদের অপমান করবেন না।’

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দীন খান।

তিনি বলেন, ‘এই রাষ্ট্র মাফিয়াদের রাষ্ট্র। এই মাফিয়াদের বিরুদ্ধে যেন আমরা কথা না বলতে পারি সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইন মুখের ভাষা কেড়ে নিতে চায়।’

তানজীম আরও বলেন, ‘আজকে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙ্গে চুরমার হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য কেউ নেই। এজন্য সাধারণ মানুষের একতাবদ্ধ হওয়া জরুরি৷’

লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিল থেকে আটক সাত শিক্ষার্থীর মুক্তি সরকারের কাছে চান না বলেও মন্তব্য করেন অধ্যাপক তানজীম উদ্দীন খান।

তিনি বলেন, ‘তাদের মুক্তি আমি এই মাফিয়া সরকারে কাছে চাই না। সাধারণ মানুষই তাদের মুক্ত করে আনবে। এই জনগণকে সঙ্গে নিয়ে মাফিয়ামুক্ত একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করব।’

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত হন আটক ছাত্র আরাফাত সাদের বাবা গোলাম কিবরিয়া৷ ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংগীত পরিবেশন করে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আটক সাত শিক্ষার্থীর আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা লিপি, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, ডক্টর ফর পিপলসের সংগঠক ডা. হারুনুর রশীদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ফয়জুল হাকিম লালা, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম ও উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনওয়ার তপন।

এ বিভাগের আরো খবর