কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ এলাকায় মশাল মিছিল থেকে গ্রেপ্তার সাত ছাত্রনেতার জামিন নামঞ্জুর করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার দুপুরে মহানগর হাকিম আবু সাঈদ তাদের জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
এর প্রতিবাদে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের জাঁতাকলে মৃত্যু হয়েছে লেখক মুশতাক আহমেদের।’
‘মুশতাক হত্যার প্রতিবাদকারী খুলনার শ্রমিকনেতা রুহুল আমিনের জামিনও নামঞ্জুর হয়েছে মঙ্গলবার।’
তারা বলেন, ‘বিরুদ্ধ মত দমনের জন্য প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।’
নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নজির আমিন চৌধুরী জয়সহ ছাত্র ইউনিয়ন নেতা তামজীদ হায়দার চঞ্চল, জয়তী চক্রবর্তী, নাজিফা জান্নাত, তানজিম রাফি, আকিফ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা আরাফাত সাদ ও শ্রমিকনেতা রুহুল আমিনকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান।
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাম ছাত্র সংগঠনগুলোর মশাল মিছিল থেকে এই সাত ছাত্রনেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন সকালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় তাদের নামে মামলা দায়ের করেন।