বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিচার বিভাগ স্বাধীন কি না প্রশ্ন ছাত্রলীগের রাব্বানীর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ মার্চ, ২০২১ ২৩:২১

‘দুর্নীতিবাজ, ধর্ষক, ডাকাত, খুনি সবার জামিন হয়, অনেক ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে ভয়াবহ অপরাধীর আগাম জামিন হয়, আর লেখা কিংবা আঁকার জন্য মানহানি বা কোন অনুভূতি আঘাতের মামলায় বারবার আর্জি জানিয়েও জামিন মেলেনা! হায় সেলুকাস!!’

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

নাম উল্লেখ না করে কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদ কেন জামিন পাননি সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি মনে করেন, এই মৃত্যু কীভাবে হলো তার বিচারিক তদন্ত হওয়া উচিত।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি এসব প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিচার বিভাগ কি আদৌ স্বাধীন? মনমতো না হলেই নানাবিধ উপায়ে উপর্যুপরি প্রেশার! বিচারক ও তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীর বেতন, বদলি, প্রমোশন, বোনাস, পেনশন সবকিছুই যদি আইন মন্ত্রণালয় অর্থাৎ ‘এক্সিকিউটিভ’ অর্গানের হাতে থাকে তাহলে ‘জুডিশিয়ারি’ কীভাবে স্বাধীনভাবে কাজ করবে?’

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী লেখেন, ‘দুর্নীতিবাজ, ধর্ষক, ডাকাত, খুনি সবার জামিন হয়, অনেক ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে ভয়াবহ অপরাধীর আগাম জামিন হয়, আর লেখা কিংবা আঁকার জন্য মানহানি বা কোন অনুভূতি আঘাতের মামলায় বারবার আর্জি জানিয়েও জামিন মেলেনা! হায় সেলুকাস!!’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আর হ্যাঁ, কোন আইনে যখন দমন-পীড়নে বা কোন গোষ্ঠীর হাতিয়ার হিসেবে অপব্যবহার হওয়ার নূন্যতম সুযোগ থাকে, তখনই সেটা কালো আইনের তকমা পেয়ে যায়! ডিজিটাল নিরাপত্তা আইনের বিশেষ কিছু ধারা সংশোধন ও পরিমার্জন অত্যন্ত জরুরি।’

গোলাম রাব্বানী লেখেন, ‘রাষ্ট্রযন্ত্রের কোন সংস্থা বা অর্গান স্বীয় কর্মকাণ্ডের জন্য দায়মুক্ত হতে পারে না! জেল হাজতে যে কোনো মৃত্যুর ঘটনা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে রিপোর্ট প্রকাশ করা উচিত।’

গোলাম রাব্বানীর এই ফেসবুক পোস্টে লাইক দিয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার জন। স্ট্যাটাসটি পাঁচশ বারেরও বেশি শেয়ার হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা যান লেখক মুশতাক আহমেদ। গত বছরের ৫ মে র‍্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুশতাক আহমেদকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাবন্দি ছিলেন। মামলাটিতে এখনও কারাবন্দি রয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

গোলাম রাব্বানী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে তার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে।

বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালে ছাত্রলীগের তৎকালীন কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর