বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুশতাক ‘মাদক’ নিতেন কি না তদন্তে বেরিয়ে আসবে: তথ্যমন্ত্রী

  •    
  • ১ মার্চ, ২০২১ ১৬:১০

তথ্যমন্ত্রী বলেন, ‘ওনার (মুশতাক) মৃত্যু কীভাবে হয়েছে সেটা তো আমি জানি না, এর জন্য একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টে বেরিয়ে আসবে উনি কোনো ড্রাগ ব্যবহার করতেন কি না, ওনার কীভাবে মৃত্যু হয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কি না। অথবা কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না সেটিও তদন্তে বেরিয়ে আসবে।’

কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদ কোনো ধরনের মাদক সেবন করতেন কি না এবং কীভাবে তার মৃত্যু হলো তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

কারাসূত্রে জানা গেছে, লেখক মুশতাক এক ধরনের ড্রাগ ব্যবহার করতেন। এর প্রভাবে তার মৃত্যুর হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওনার (মুশতাক) মৃত্যু কীভাবে হয়েছে সেটা তো আমি জানি না, এর জন্য একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টে বেরিয়ে আসবে উনি কোনো ড্রাগ ব্যবহার করতেন কি না। ওনার কীভাবে মৃত্যু হয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কি না, কিংবা কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না সেটিও তদন্তে বেরিয়ে আসবে।’

তবে মুশতাকের মৃত্যুতে শোক জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই মৃত্যু অবশ্যই অনভিপ্রেত। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির মাধ্যমে নিশ্চয়ই সব বেরিয়ে আসবে।’

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে বিভিন্ন দেশের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশে এ ধরনের আইন হয়েছে কিংবা হচ্ছে। উন্নত দেশগুলোতেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয় এবং শাস্তির বিধান রয়েছে।’

তবে আইনের অপব্যবহার যাতে না হয় সেজন্য সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

‘এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ’

এদিকে, প্রেস ক্লাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রেস ক্লাবকে ঢাল হিসাবে ব্যবহার করে ছাত্রদল পুলিশের উপর হামলা চালিয়েছে, হাজারো ইট-পাথরের টুকরা তারা পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে। প্রেসক্লাবে আমি নিয়মিত যাই, সেখানে তো কোনো পাথরের স্তূপ নেই, তার মানে এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখা হয়েছিল। ’

মন্ত্রী বলেন, ‘পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাংবাদিকদের বা প্রেস ক্লাবের কোনো কিছু হয়নি। আমি আশা করব ছাত্রদলসহ যারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তাদের অবশ্যই এ ধরনের ঘটনা প্রেস ক্লাবকে ব্যবহার করে ঘটানো উচিত না।’

প্রেস ক্লাবকে জাতীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠান দাবি করে মন্ত্রী বলেন, ‘সব রাজনৈতিক দল, মত ও পথের জন্য এটি উন্মুক্ত। সুতরাং সেখান থেকে যদি পুলিশের উপর হামলা হয়, লাঠিসোটা নিয়ে আক্রমণ করা হয় সেটা খুবই অনভিপ্রেত। ছাত্রদল যেটি চেয়েছে, দেশে একটি ঘটনা ঘটানোর অপচেষ্টা করেছে।

‘একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল পানি ঘোলা করার চেষ্টা করছে। অতীতেও পানি ঘোলা করার চেষ্টা হয়েছে এবং এতে কোনো লাভ হয়নি, এবারও কোনো লাভ হবে না।’

পুলিশ প্রেস ক্লাবের ঘটনার ক্ষেত্রে আরেকটু ধৈর্যের পরিচয় দিতে পারত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে একজন সাংবাদিক আহত হয়েছিলেন, সেই প্রশ্ন আগে আসা উচিত ছিল। এটিএন বাংলার একজন সাংবাদিক ইটের আঘাতে আহত হয়েছেন। তারা (ছাত্রদল) তো প্রথম দোষী।

‘আমি অনুরোধ জানাব এ ধরনের ঘটনা অনভিপ্রেত, দু:খজনক। এটা হওয়া অনুচিত। কেউ যেন এভাবে প্রেস ক্লাবকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

এ বিভাগের আরো খবর