বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বনানীতে বিএনপির মশাল মিছিলে লাঠিপেটার অভিযোগ

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ২২:২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে অনেককে আহত ও আটক করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই।’

রাজধানীর বনানী এলাকায় শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে পুলিশ বলছে, মিছিলে লাঠিপেটার কোনো ঘটনা ঘটেনি।

বিএনপি নেতারা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের কারাবন্দি অবস্থায় মৃত্যু, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় এই মিছিল বের করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ‍রুহুল কবির রিজভী।

বিএনপি নেতারা জানান, সন্ধ্যায় বনানী বাজারের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি কামাল আতাতুর্ক এভিনিউয়ের প্রধান সড়ক দিয়ে কাকলীর দিকে এগোতে থাকলে পেছন থেকে ধাওয়া দেয় পুলিশ। পরে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে বিএনপি নেতা আব্দুল হকসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে অনেককে আহত ও আটক করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই।’

অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে বনানী থানার ওসি নূরে আজম নিউজবাংলাকে বলেন, ‘মিছিলে লাঠিচার্জের অভিযোগ যে দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে। আমরা কারও ওপর লাঠিচার্জ করিনি।’

এ বিভাগের আরো খবর