নানা আয়োজনে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুটি পক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্ত্বরে বুধবার সকালে বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির নেতারা।
একই দিন দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন করে সংগঠনটির আরেক অংশ ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে যাত্রা শুরু হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের। শুরুতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নাম থাকলেও গত বছর সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এর নাম ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ রাখার সিদ্ধান্ত হয়।
বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর, পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসান, মশিউর রহমান, সোহরাব হোসেন, মাহফুজুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ পরিষদের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।
উদ্বোধন শেষে তারা একটি আনন্দ র্যালি বের করেন। র্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, পলাশী চত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন মোড়, গাউছিয়া মার্কেট প্রদক্ষিণ করে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে চাকরি লাভের সুযোগ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন থেকে শুরু করে নুসরাত ও আবরার হত্যার প্রতিবাদে সর্বপ্রথম রাজপথে নেমে আন্দোলন করেছে ছাত্র অধিকার পরিষদ।’
তিনি বলেন, ‘কয়েক মাস আগে ওসি প্রদীপ যখন মেজর সিনহাকে হত্যা করে, তখন কোনো মিডিয়া এর বিরুদ্ধে মুখ না খুললেও এই সংগঠনের নেতাকর্মীরা সর্বপ্রথম এই বিষয়টি জনসমক্ষে নিয়ে আসে। এভাবেই রাজপথে থেকে অন্যায়ের প্রতিবাদ করে আসছে এই সংগঠনটি। এর কারণে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলার শিকার হতে হয়েছে আমাদের।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপিএম সুহেল নেতৃত্বাধীন ছাত্র অধিকার পরিষদের আরেকটি অংশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান
সংগঠনের অপর অংশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আহ্বায়ক এপিএম সুহেল। এসময় সেখানে সংগঠনটির সদস্য সচিব ইসমাইল সম্রাট, উপদেষ্টা মোহাম্মদ উল্লাহ মধু, যুগ্ম আহবায়ক জালাল আহমেদ, রিয়াদ হোসেন, শাকিল আদনানসহ বাকি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা অতি দুঃস্থ ও অসহায়দের মাঝে ‘এক বেলার আহার’ কর্মসূচির আয়োজন করেন। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শহীদ মিনার ও কার্জন হল এলাকার প্রায় ২০০ দুঃস্থ মানুষ, রিকশাচালক ও পথশিশুদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।