বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভালোবাসা দিবসে দেখা হলো, কথা হলো না

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪৩

সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আবারও চাঙা হয়েছে আইভী-শামীম দ্বন্দ্বের আলোচনা। তাদের বিরোধ অনেক পুরোনো। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তাদের বাগযুদ্ধ মুখরোচক আলোচনার বিষয় হয়েছে। দীর্ঘদিন ধরেই নিজ নিজ নেতা-কর্মীদের নিয়ে আলাদা সমাবেশ করে আসছেন আইভী ও শামীম।

প্রায় পাঁচ বছর পর এক মঞ্চে দেখা হলো তাদের। কাছাকাছি দাঁড়িয়ে ছবিও তুললেন। কিন্তু কেউ কারও সঙ্গে কথা বললেন না। নিজ নিজ উপস্থিতি জানান দিয়ে চলে যান তারা।

ঘটনাটি নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের। বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের দিনেও বরফ গলল না তাদের দ্বন্দ্বের।

জেলা শহরে রোববার সকালে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চের (কেআইএমএস কেয়ার) ভিস্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রায় পাঁচ বছর পর একসঙ্গে দেখা গেল তাদের। ছিলেন শামীমের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানও।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই মঞ্চে ওঠার ১২ ঘণ্টা আগেই শামীম ওসমানের সমালোচনা করার সময় তাকে ‘ছিঁচকে গুন্ডা’ বলেও উল্লেখ করেন মেয়র আইভী। শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শামীম ওসমানের কোনো সাহস নেই। সে ছিঁচকে গুন্ডা। সাহস থাকে তো আমার সঙ্গে লড়ুক’।

হেফাজতের নেতারা শামীমের ভাড়া করা গুন্ডা বলেও মন্তব্য করেন আইভী। তিনি বলেন, ‘কখনও আলেম, কখনও হিন্দুদের এগিয়ে দেয়। এত ছোট মনমানসিকতা তার। সৎ সাহস যদি থাকে, আসুক আমার সঙ্গে।’

এর আগে শুক্রবার নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ ও চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদ-মাদ্রাসা উচ্ছেদ করে সেখানে সিটি করপোরেশন মার্কেট নির্মাণ করার অভিযোগ তুলে মেয়র আইভীর সমালোচনা করেন হেফাজত নেতারা।

সম্প্রতি মেয়র আইভীর পরিবারের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে গণসমাবেশ হয়। ৬ ফেব্রুয়ারি বিকেলে সেই সমাবেশে বক্তব্য রাখেন শামীম ওসমান-অনুসারী নেতা-কর্মীরা।

নগরীর দেওভোগ জিউস পুকুর দিঘির পাড়ে অনুষ্ঠিত ওই সমাবেশে আইভী ও তার দুই ভাইকে অবৈধ দখলদার বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল। তিনি শামীম ওসমানের বন্ধু হিসেবে শহরে পরিচিত।

এসব ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আবারও চাঙা হয়েছে আইভী-শামীম দ্বন্দ্বের আলোচনা।

তাদের বিরোধ অনেক পুরোনো। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তাদের কথার যুদ্ধ মুখরোচক আলোচনার বিষয় হয়েছে।

জেলায় একই দলে মধ্যে তাদের অনুসারী নেতা-কর্মীরা বিভক্ত। দীর্ঘদিন ধরেই নিজ নিজ নেতা-কর্মীদের নিয়ে আলাদা সমাবেশ করে আসছেন আইভী ও শামীম।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই নিউজবাংলাকে জানান, ‘দীর্ঘ সময় ধরেই নারায়ণগঞ্জে এ অবস্থা। তবে আমরা চাই দলের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে। একই মঞ্চে থেকে নারায়ণগঞ্জের নেতৃত্ব দেবেন সবাই।’

তিনি জানান, প্রায় ৫ বছর আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণার সময় রাজধানীতে একসঙ্গে দেখা যায় তাদের।

এ বিভাগের আরো খবর