১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
১৯৮৩ সালের এই দিনে মজিদ খান শিক্ষানীতির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, কাঞ্চন, দিপালীসহ বেশ কয়েক জন শিক্ষার্থী।
রোববার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের আগে ক্যাম্পাসে মিছিল করে সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়।
বর্তমানে একদলীয় শাসনব্যবস্থা চলছে দাবি করে তিনি বলেন, শাসকের চেহারা বদলেছে, কিন্তু চরিত্র বদলায়নি। সামরিক স্বৈরাচারের জায়গায় আজ বসেছে বেসামরিক স্বৈরাচার। এই সরকারের শিক্ষানীতিও এরশাদের শিক্ষানীতির পথেই হাঁটছে।
তিনি বলেন, শিক্ষা চলছে টাকা যার শিক্ষা তার এই নীতিতে। মৌলবাদী গোষ্ঠীকে তোষণ করে আওয়ামী লীগ সরকার পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ করেছে।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের শ্রদ্ধা
একই দিন সকালে মজিদ খান শিক্ষানীতি বাতিলের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদদের স্মরণে ফুল দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থিত শিক্ষা অধিকার চত্বরে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।