বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিয়ার খেতাব ইস্যুতে আবার বিক্ষোভের ডাক বিএনপির

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪৪

বঙ্গবন্ধুর খুনিদের মদত দেয়ার অভিযোগ এনে গত মঙ্গলবার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জামুকা। এখন তারা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। জামুকার সিদ্ধান্ত গণমাধ্যমে আসার পর থেকেই বিএনপি ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ১৭ জনকে আটকও করেছে।

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকার সিদ্ধান্তের প্রতিবাদে আবার বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারা দেশে মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

ওই বিক্ষোভের পরদিন ১৮ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের দাবিতে বরিশাল মহানগরের সমাবেশও হবে।

পরবর্তীতে আরও কর্মসূচি আসবে কি না প্রশ্ন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘ধাপে ধাপে অবশ্যই কর্মসূচি থাকবে।’

বঙ্গবন্ধুর খুনিদের মদত দেয়ার অভিযোগ এনে গত মঙ্গলবার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জামুকা। এখন তারা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে।

জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশের রাষ্ট্রদূত করে পুরস্কৃত করেছিলেন। পাশাপাশি এই হত্যার বিচার করা যাবে না মর্মে জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানের অংশ করেছিলেন।

যদিও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, এই প্রস্তাব এখনও চূড়ান্ত নয়। তিনি বলেছেন, জামুকার প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

জামুকার সিদ্ধান্ত গণমাধ্যমে আসার পর থেকেই বিএনপি ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ১৭ জনকে আটকও করেছে।

টিকার বিকল্প খোঁজার দাবি

বিএনপি চায় ভারতের সিরাম ইনস্টিটিউট ছাড়াও অন্য উৎস থেকেই করোনার টিকা আসুক।

খন্দকার মোশাররফ বলেন, ‘একটি সোর্সের ওপরে, একটি সাপ্লাইয়ের ওপরে আমাদের নির্ভর করা সমীচীন হচ্ছে না। কোনো দেশই একটি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে তারা এই ভ্যাকসিন আনার ব্যবস্থা নেয়নি, তারা একাধিক সূত্র থেকে ক্রয়ের ব্যবস্থা নিয়েছে।’

তিনি বলেন, ‘তাই আমরা এখনও বলছি, বিকল্প সোর্স যদি খোঁজা না হয় তাহলে কিন্তু এই যে, কিছুদিন পরে যে পরিমাণ আমাদের ভ্যাকসিন দেয়া প্রয়োজন, সেই পরিমাণ ভ্যাকসিন দেয়া সম্ভব হবে না সরকারের।’

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা আনার পর বিএনপি প্রথমে দাবি করে এই টিকা নিরাপদ নয়। কেউ যেন এই টিকা না নেয় সে জন্য বারবার বক্তব্য দিয়ে এসেছেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী।

তার দাবি, এই টিকা নিরাপদ নয়। টিকা নিয়ে মানুষ বাঁচবে কি না, এ নিয়ে সন্দিহান ছিলেন তিনি। তবে দিনে প্রায় ২ লাখ টিকা প্রয়োগের পর মানুষের মাঝে ব্যাপক আগ্রহের বিষয়টি স্পষ্ট হলে রিজভী আর কোনো কথা বলছেন না।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর