বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিতুমীর, ক্ষুদিরামের মতো জিয়া নিয়ে গান হবে: রিজভী

  •    
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৪৮

‘জিয়াউর রহমানের বীরত্ব মহাকাব্যের মতো। তার বীরত্ব নিয়ে আগামী দিনে গান রচনা হবে, কবিতা রচনা হবে। শতাব্দীর পর শতাব্দী এদেশের জনগণের কণ্ঠে কণ্ঠে জিয়াউর রহমানের বীরত্বের গান, কবিতা ও গল্প আবৃত হবে। যেমন আমরা তিতুমীরকে নিয়ে গান রচনা করি, যেমন আমরা ক্ষুদিরামকে নিয়ে গান রচনা করি, যেমন আমরা ফকির মজনু শাহকে নিয়ে গান রচনা করি, ঠিক তেমনি জিয়াউর রহমানকে নিয়েও গান রচনা হবে।

সরকার জিয়াউর রহমানের বীরের খেতাব কেড়ে দিলেও জনগণের মন থেকে তাকে মুছে ফেলতে পারবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ভবিষ্যতের মানুষ জিয়ার নামে গল্প বলবে, তার নামে গান গাইবে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গত মঙ্গলবার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এখন সে সুপারিশ যাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। পরে সরকার সিদ্ধান্ত নেবে।

এই সিদ্ধান্তের কথা জানাজানি হওয়ার পর থেকেই বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। ধারাবাহিকভাবে এ নিয়ে বক্তব্য দিয়ে আসছে দলটি।

এর অংশ হিসেবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। এতে অংশ নেন দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিয়ার ভূমিকা তুলে ধরে বলেন, ‘যখন দেশ বিধ্বস্ত সেই সময়ে কোনো বীর বলেছিলেন, ওই রিভল্ট সেটা তো বলেছিলেন জিয়াউর রহমান। তার খেতাব কেড়ে নিতে পারে?’

রিজভী বলেন, ‘জিয়াউর রহমানের বীরত্ব মহাকাব্যের মতো। তার বীরত্ব নিয়ে আগামী দিনে গান রচনা হবে, কবিতা রচনা হবে। শতাব্দীর পর শতাব্দী এদেশের জনগণের কণ্ঠে কণ্ঠে জিয়াউর রহমানের বীরত্বের গান, কবিতা ও গল্প আবৃত হবে। যেমন আমরা তিতুমীরকে নিয়ে গান রচনা করি, যেমন আমরা ক্ষুদিরামকে নিয়ে গান রচনা করি, যেমন আমরা ফকির মজনু শাহকে নিয়ে গান রচনা করি, ঠিক তেমনি জিয়াউর রহমানকে নিয়েও গান রচনা হবে।’

জিয়াউর রহমান রাজনীতিকে তৃণমূলে নিয়ে গেছেন দাবি করে রিজভী বলেন, ‘যে লোক (জিয়াউর রহমান) রাজনীতিকে গ্রামে নিয়ে গেছেন, যে মানুষটি মিশে ছিলেন কাদা মাটি ও পলিমাটির মধ্যে। নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে যার নাম মিশে আছে, মিশে আছে জনগণের মনে। সেই নাম কোনো দিনও মুছে ফেলা যাবে না।’

ত্রুটিপূর্ণ শিক্ষাই অপরাধের অন্যতম কারণ- গ্রিক দার্শনিক প্লেটোর এই উক্তি তুলে ধরে বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি সংগঠন; এদের প্রত্যেকেরই ত্রুটিপূর্ণ শিক্ষা।

‘আপনারা সবাই দেখছেন না এখন জিপিএ ফাইভ-এর ছড়াছড়ি, আর ১৯৭২ সালে ছিল নকলের ছড়াছড়ি এবার হলো অটোপাসের ছড়াছড়ি। এ কারণেই সমাজ এবং রাষ্ট্রে অপরাধ বাড়ছে। আর আওয়ামী লীগে ভেতরে সবচেয়ে বেশি অপরাধ।’

আওয়ামী লীগের ক্যারেক্টার মাফিয়াদের মতো

এই মন্তব্য করে রিজভী বলেন, ‘আল জাজিরার রিপোর্ট ড্যামেজ কন্ট্রোলের জন্য জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিচ্ছেন? এটা তো কোটি কোটি মানুষ দেখে ফেলেছে। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে আপনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন না ওবায়দুল কাদের সাহেব।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও এ সময় বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর