সরকার চাইলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব বর্তমান প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেই বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
গত মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়। প্রস্তাব এখন তারা পাঠাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ে অনুমোদন হলেই তা কার্যকর হবে।
জামুকার সদস্য শাজাহান খান জানিয়েছেন, বঙ্গবন্ধুর খুনিদের মদত দেয়ার অভিযোগে তারা জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠিয়েছেন। পাশাপাশি খুনিদের বিচার ঠেকাতে জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানের অংশ করেছেন।
বুধবারই এই বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানান রিজভী। পরদিন তিনি আবার কথা বলেন বিষয়টি নিয়ে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনেক নেতা বলেন যে জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর, রাজাকার। তাহলে যে ব্যক্তিটি জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিলেন, আজকের প্রধানমন্ত্রীর পিতা (শেখ মুজিব) তিনি কত বড় রাজাকার? উনি তো জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন, আপনারা সেই খেতাব মুছে দেবেন? পারবেন না।’
রিজভী বলেন, গ্রামের কুটিরে কুটিরে জিয়াউর রহমানের নাম। পদ্মা-মেঘনার উত্তাল স্রোতে জিয়াউর রহমানের নাম, কোকিলের কণ্ঠে জিয়াউর রহমানের নাম, এই নাম মানুষের হৃদয় থেকে মানুষের অন্তর থেকে এই মাফিয়া সরকার মুছে ফেলতে পারবে না।
বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, ২০০২ সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ নেতা-কর্মী, ১৯৯৪ সালে পাবনায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ৪৭ জন নেতা-কর্মীকে সাজা ও নাশকতার মামলায় বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে হয় এই সমাবেশ।
রিজভী বলেন, রাষ্ট্র এখন মাফিয়ারা চালাচ্ছে, রাষ্ট্র এখন গুন্ডারা চালাচ্ছে। করোনাভাইরাসে বিশ্ববাসী আতঙ্কগ্রস্ত, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কগ্রস্ত আল জাজিরা ভাইরাসে।
এ ভাইরাসকে কাউন্টার করার জন্য নতুন নাটক তৈরি করা হচ্ছে। সেই নাটকের নাম জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়া এবং তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়া।
রিজভীর দাবি, এখন রাষ্ট্রীয় খেতাব পাবে দুই খুনের আসামি, চার খুনের আসামি, পাঁচ খুনের আসামিরা। তিনি বলেন, আজকে খুনিরা অভিনন্দিত, খুনিদের খেতাব দেয়া হয়। কারণ এই রাষ্ট্র মাফিয়ারা চালাচ্ছে, এই রাষ্ট্র গুন্ডারা চালাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু; দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম ও হাবিবুর রহমান হাবিব।