ঢাকা মেডিক্যাল কলেজের ফজলে রাব্বী হলে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার বিচার করাসহ তিন দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার বিকেলে ঢাকা বিশবিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানান জোটের নেতারা।
অন্য দুটি দাবি হলো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি মেনে নেয়াসহ তাদের উপর হামলার বিচার করা।
জোটের প্রধান সমন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কে এম মোত্তাকী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা বক্তব্য রাখেন।
সমাবেশে বামপন্থি জোটের নেতারা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ করেন। ডিপ্লোমা শিক্ষার্থীরা মাসের পর মাস তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলেও দাবিগুলো মেনে না নিয়ে তাদের উপর হামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ তার বক্তব্যে বলেন, ‘চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলে রাব্বী হলে ইন্টার্ন চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলা হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সারাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে, যেখানে কথা বলাও অপরাধ।’
এ সময় সরকারকে অবিলম্বে তাদের তিন দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।
তাদের দাবি মেনে না নেয়া হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন জোটের নেতারা।
তার আগে জোটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল, সড়ক দ্বীপ, শাহবাগ মোড় প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করে শেষ হয়।