তৃতীয় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য হলেন সৈয়দ নুরুল ইসলাম। তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
ওয়েল গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের পোশাকখাত ও খাদ্য ব্যবসার সফল উদ্যোক্তা সৈয়দ নুরুল ইসলাম। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুস সালামের ছোট ভাই।
সরকার দেয়া সিআইপি মনোনীত এই ব্যবসায়ী। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বাটেক্সপোর চিফ কো-অর্ডিনেটর, মালেশিয়ান চেম্বার অব কর্মাসের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেমে রাজনীতি শুরু করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি।
বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।