বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেদনায় ভারাক্রান্ত জাতি মুক্ত করবে খালেদাকে: বিএনপি

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০৮

‘আজ তার বন্দিত্বের জন্য সারা জাতি বেদনায় ভারাক্রান্ত। এই ঘোর তিমির ঘন পরিবেশের অবসান ঘটবেই, আওয়ামী লাঠিপেটা গণতন্ত্রের কবর রচনা হবেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেই।'

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজায় গোটা জাতি বেদনায় ভারাক্রান্ত বলে মনে করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, জাতি তার নেত্রীকে মুক্তি করবে।

সাবেক প্রধানমন্ত্রীকে প্রথম সাজা দেয়ার তৃতীয় বার্ষিকীতে আগামী সোমবার বিক্ষোভের ডাক দিয়েছে তার দল বিএনপি। শনিবার কর্মসূচি ঘোষণা করে এই কথা বলেন রিজভী।

৮ ফেব্রুয়ারি সারা দেশে মহানগর ও জেলা শহরে সমাবেশ করবে খালেদা জিয়ার দল।

তিন বছর আগে ২০১৮ সালের এই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। পরে উচ্চ আদালতে তার দণ্ড বাড়িয়ে ১০ বছর করে। আপিল বিভাগে এই মামলাটির শুনানি আটকে আছে এখনো।

একই বছরের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে আরও সাত বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

দলীয় প্রধানকে মুক্ত করতে বিএনপির আইনি লড়াই ও রাজনৈতিক কর্মসূচি ব্যর্থ হওয়ার পর উদ্যোগী হয় তার পরিবার। ২০২০ সালের মার্চের শেষ দিকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছয় মাসের জন্য স্থগিত হয় দণ্ড।

২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পান খালেদা জিয়া। ছয় মাস শেষ হওয়ার আগেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।

দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আজ তার বন্দিত্বের জন্য সারা জাতি বেদনায় ভারাক্রান্ত। এই ঘোর তিমির ঘন পরিবেশের অবসান ঘটবেই, আওয়ামী লাঠিপেটা গণতন্ত্রের কবর রচনা হবেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেই।'

রিজভীর অভিযোগ, গত মার্চে কারাগার থেকে খালেদা জিয়াকে বাড়ি নিয়ে আসা হলেও তিনি মূলত গৃহবন্দি।

বলেন, ‘যিনি অপরিসীম নিষ্ঠা সহকারে ভালোবাসা দিয়ে দেশের জনগণের অধিকারকে পুনরুদ্ধার করেছিলেন, সেই নেত্রী এখন গৃহবন্দি। গণতন্ত্র বিনাশী এক সর্বনাশা আওয়ামী দৈত্য মানুষের সব অধিকার, মানবিক মর্যাদা, মানবিক সাম্য, সবকিছু ভূলুণ্ঠিত করে নিরাপদে থাকার জন্যই দেশনেত্রীকে বন্দি করে রেখেছে।'

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, বেলাল আহমেদ, মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর