বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোট না দিয়ে নির্বাচিত ঘোষণা করুন: চরমোনাইয়ের পীর

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:২৬

‘আমি সরকারকে পরিষ্কার বলব, আপনারা যেখানে যেখানে পছন্দের প্রার্থী রয়েছে, সিটি করপোরেশনগুলোর যেখানে আপনি মেয়র বানাবেন আগেই আপনি ঘোষণা করে দেন যে, চট্টগ্রামে আমার অমুক মেয়র হবে, আমি ঘোষণা করে দিলাম। অমুক জায়গায় অমুক মেয়র হবে, আমি ঘোষণা করে দিলাম।’

ভোট না নিয়ে সরাসরি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করার পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার দলের ঢাকা মহানগর শাখার সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এই পরামর্শ দেন তিনি।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের নতুন নেতা নির্বাচনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ধর্মভিত্তিক দলটির নেতার অভিযোগ, পৌরসভায় যে ভোট হচ্ছে তা সুষ্ঠু হচ্ছে না। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও ভোট ছিনিয়ে নেয়া হয়েছে, বিরোধী দলের প্রার্থীর সমর্থকদের ভোট দিতে দেয়া হয়নি।

সরকারকে উদ্দেশ করে রেজাউল করিম বলেন, ‘চিটাগাং সিটির নির্বাচন কী হলো? আজকে বাংলাদেশে ১৩০টার মতো যে মেয়র নির্বাচন হয়ে গেল, পৌরসভার সেখানে দলীয় বা যারা দায়িত্বপালন করেছে তারা কী করল? এ তো নির্বাচনের নামে মানুষের জান নিয়ে খেলা।’

তিনি বলেন, ‘আমি সরকারকে পরিষ্কার বলব, আপনারা যেখানে যেখানে পছন্দের প্রার্থী রয়েছে, সিটি করপোরেশনগুলোর যেখানে আপনি মেয়র বানাবেন আগেই আপনি ঘোষণা করে দেন যে, চট্টগ্রামে আমার অমুক মেয়র হবে, আমি ঘোষণা করে দিলাম। অমুক জায়গায় অমুক মেয়র হবে, আমি ঘোষণা করে দিলাম।’

নির্বাচন নিয়ে পরিস্থিতি না পাল্টালে আন্দোলনের হুমকিও দেন চরমোনাইয়ের পীর। বলেন, ‘তামাশার নির্বাচন দিয়ে রাজপথে জনগণকে থাকার প্রক্রিয়া করছেন। আপনি নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করবেন, এটা জনগণ কোনো দিন সহ্য করতে পারে না।’

ভ্যালেন্টাইন ডে উদযাপনের সমালোচনাও করেন চরমোনাইয়ের পীর। বলেন, ‘বিভিন্ন পর্যায়ে নাস্তিকদের বিভিন্ন অনুষ্ঠান, বিজাতিদের অনুষ্ঠানগুলো ইউনিভার্সিটির ভেতরে হচ্ছে। তারা স্বাধীনভাবে জৌলুসসহকারে সুন্দরভাবে উদযাপন করছে।

‘আর আমাদের ছেলেরা যখন নাকি হিজাব দিবস পালনের লক্ষ্যে ব্যানার টানিয়েছিল তখন বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান তাদের ওপরে হামলা করেছে। এরা মানুষ নয়, জানোয়ার। এদের আমরা ধিক্কার জানাই।’

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের ঢাকা মহানগর দক্ষিণে ইমতিয়াজ আলমকে সভাপতি ও আব্দুল আওয়ালকে সাধারণ সম্পাদক এবং উত্তরে শেখ ফজলে করিমকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ বিভাগের আরো খবর