তৃতীয় দফা পৌর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগকে গতানুগতিক বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপিসহ যে সমস্ত রাজনৈতিক দল এসব অভিযোগ করেছে, এগুলো গতানুগতিক অভিযোগ।’
বিএনপির নতুন করে ভাবনার সময় এসেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
বলেন, ‘বিএনপিকে আসলে চিন্তা করতে হবে, নিজেদের ব্যর্থতার জন্য সরকারের উপর দোষারোপ করবেন? না কি ব্যর্থতা থেকে মুক্ত করার জন্য নিজেরা দলকে নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করে পরিকল্পনা নিয়ে আগাবেন?’
তথ্যমন্ত্রী মনে করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে ক্রমাগত সরকারের উপর দোষ চাপিয়ে বিএনপি লাভবান হচ্ছে না। বরং সত্য থেকে দূরে সরে যাচ্ছে।
নির্বাচনে সহিংসতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘গত তিন দফা যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এগুলো সব সময় হয়ে এসেছে।’
পার্শ্ববর্তী দেশের এবং অতীতের নির্বাচনগুলোর সঙ্গে তুলনা করে মন্ত্রী আরও বলেন, ‘এই নির্বাচন সেই সমস্ত নির্বাচনের তুলনায় অনেক ভালো নির্বাচন হয়েছে।’
তিনি বলেন, ‘এই অভিযোগগুলো বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত করা হয়। বাংলাদেশের যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বা অতীতে হয়েছে ছোটখাটো কিছু ঘটনা সব সময় ঘটেছে। এগুলো ছাড়া যাতে ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে সবার কাজ করা প্রয়োজন।’