বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপরাজনীতির জন্য বিএনপির ভরাডুবি: কাদের

  •    
  • ৩১ জানুয়ারি, ২০২১ ১৬:১২

বিএনপির শোচনীয় হারের কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। অতীতে নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের আর বিশ্বাস করে না। তাই তাদের কেউ ভোট দিতে চান না।

অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থার কারণেই আওয়ামী লীগ প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

রোববার সকালে রাজধানীর আজিমপুরে সেভেন মার্ডার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন।

গতকাল শনিবার দেশের ৬২ পৌরসভায় তৃতীয় ধাপের নির্বাচনে শোচনীয় পরাজয় হয় বিএনপির। দলটির প্রার্থীরা মেয়র পদে মাত্র তিনটি পৌরসভায় জেতেন। বিপরীতে ৪৫ পৌরসভায় জয় পায় আওয়ামী লীগ। অন্য ১৪টিতে জিতেছে স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরা।

বিএনপির শোচনীয় হারের কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। অতীতে নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের আর বিশ্বাস করে না। তাই তাদের কেউ ভোট দিতে চান না।’

কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে পরাজিত হয়ে শুধু নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে না, তারা প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে, তাদের রাজনীতিতে পরমত সহিষ্ণুতা নেই। তারা সবসময় হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার বহন করে চলেছে।’

নির্বাচনে জয়-পরাজয় থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি পরাজয় মেনে নিতে চায় না বলেই ১৯৯৪ সালের আজকের দিনে সাত জনকে খুন করেছিল। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন তাদের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজ প্রতিশোধ নিতে আওয়ামী লীগের সাত জনকে ব্রাশ ফায়ারে হত্যা করেছিল।’

সেদিনের বিজয়ের আনন্দ বিষন্নতায় রূপ নিয়েছিল জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির অপরাজনীতি শুধু ১৯৯৪ সালেই নয়, ২০০১ সালেও তারা ক্ষমতায় এসে ২১ হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত করেছিলে বাংলার জনপদ। গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার রাজনীতির ধারাবাহিকতা বহন করে চলছে দলটি।’

উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি এখন বাংলাদেশের মেরুদণ্ডকে আঘাত করতে চায় মন্তব্য করে কাদের বলেন, ‘দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতাকে রুখে দিতে প্রস্তুত।’

মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ জেগে উঠেছে বলেই ভাস্কর্য ইস্যু নিয়ে বিএনপি মাঠ গরম করতে ব্যর্থ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

এ বিভাগের আরো খবর