করোনাভাইরাসের টিকা নেয়ার পর মানুষ বাঁচবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর রায়সাহেব বাজার মোড়ে শনিবার সকালে ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরুর আগে দেয়া বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
রিজভী বলেন, ‘করোনা থেকে মুক্ত হওয়ার জন্য সরকার টিকা দেয়ার কথা বলছে। এই টিকায় মানুষ বাঁচবে কি বাঁচবে না, তা নিশ্চিত নয়।’
প্রধানমন্ত্রীকে আগে টিকা নেয়ার তাগিদ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগে টিকা নিন। কিন্তু তারা কেউ নেননি।
‘পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বলা হয়েছে ভারতের এই টিকা বাংলাদেশে টেস্ট করার জন্য দেয়া হয়েছে এই টিকা দেয়ার পর মানুষ বাঁচে না মারা যায় তা দেখার জন্য।’
ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনা প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আনছে বাংলাদেশ। উপহার হিসেবে এই টিকার ২০ লাখ ডোজ ঢাকায় পাঠিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ ছাড়া আরও তিন কোটি টিকার প্রথম চালানও বাংলাদেশে এসেছে।
বুধবার থেকে ভারতের উপহার দেয়া টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। এ দিন দেশে প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
সেই প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘এই টিকা শুরু করেছে একজন নার্সকে দিয়ে। পৃথিবীর অন্যান্য দেশে এই কাজটি করা হয়নি। আমেরিকায় টিকা নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রথম টিকা নিয়েছেন। এই কারণে এদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখে মানুষ।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।
ভারত থেকে টিকা আসার আগের দিন সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, ‘আগে গরিব মানুষের ওপর এরা ভ্যাকসিন প্রয়োগ করবে। ভারতে এই ভ্যাকসিন নিতে গিয়ে কয়েক জায়গায় মানুষ মারা গেছে। যদিও তারা বলেছেন এটা ভ্যাকসিনের কারণে নয়। ভ্যাকসিন নেয়ার পর তো মারা গিয়েছে। আর উনারা বলে ভিআইপিরা আগে পাবে না।’
সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনার টিকা আগে পাবেন স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বয়স্ক, জনপ্রতিনিধি ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।
তবে প্রথম ২০টি টিকা দেয়া হয়েছে স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের।
এই সিদ্ধান্ত হওয়ার আগে বিএনপির পক্ষ থেকে বক্তব্য ছিল উল্টো। সরকার ভিভিআইপিদের করোনার টিকা আগে দেবে বলে ফেসবুকে একটি তালিকা ছড়িয়েছিল ডিসেম্বরে। স্বাস্থ্য অধিদপ্তর সেটিকে ভুয়া বলার পরও বিএনপি তালিকাকে সত্য ধরে কথা বলেছিল।
৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হবে।