এইচএসসি পরীক্ষার মতো নির্বাচনেও অটো পাস চান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘যেভাবে এসএসসি ও এইচএসসিতে অটো পাসের ব্যবস্থা করা হয়েছে, তেমনিভাবে নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটো পাসের ব্যবস্থা করুন।’
গত ২২ মার্চ এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি প্রথমে স্থগিত হয়। পরে পরীক্ষা আর না নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ জন্য আইন সংশোধন করা হয়েছে। পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হচ্ছে শনিবার।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শারীরিক সুস্থতার জন্য বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখছিলেন জিয়াউদ্দিন বাবুল। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠান আয়োজন করে।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দুই জনের প্রাণহানির প্রসঙ্গ টেনে এ ধরনের ঘটনা ঠেকাতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার দাবি জানান জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের মহসচিব বাবলু।
জাতীয় পার্টির প্রতিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা, চাঁদাবাজি ছিল না। তাই, মানুষ এখনো পল্লীবন্ধুর স্বর্ণালী যুগে ফিরে যেতে চায়।’
জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে পল্লীবন্ধুর স্বর্ণালী স্বপ্ন বাস্তবায়ন করবে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সভাপতি এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।