বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাফর উল্লাহকে ‘মুরব্বি’ হিসেবে পাশে চান নিক্সন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ জানুয়ারি, ২০২১ ২১:৩৪

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই দুই নির্বাচনেই তিনি নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহকে পরাজিত করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে রেষারেষি বাদ দিয়ে এক সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

তিনি বলেন, ‘আসুন গীবত-ষড়যন্ত্র ও হানাহানির রাজনীতি বাদ দিয়ে একযোগে উন্নয়নের রাজনীতি শুরু করি। আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আর আমি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা উভয়েই একই রাজনীতির ধারায় আছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দক্ষিণবঙ্গের আমূল পরিবর্তন করি।’

বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা বাজার বণিক সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করে দিয়েছেন। দেশ-বিদেশের পর্যটকেরা যখন এখানে বেড়াতে আসবে তখন যদি এই ভাঙ্গা পৌরসভা বাজারে প্রবেশ করে তাহলে তারা বস্তি ছাড়া কিছুই পাবে না। কারণ দীর্ঘ ৪০ বছর ভাঙ্গা বাজারের কোনো উন্নয়ন করা হয়নি।’

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই দুই নির্বাচনেই তিনি নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহকে পরাজিত করেন।

স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন বলেন, ‘আমার মঞ্চে ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত আছেন। একমাত্র আপনি (কাজী জাফর উল্লাহ) বাহিরে রয়েছেন। তাই আর রাগ মান-অভিমান নয়; আসুন এক মঞ্চে উঠে দেশের স্বার্থে দশের স্বার্থে নিজেদের বিলিয়ে দেই।’

মজিবুর রহমান চৌধুরী নিক্সন কাজী জাফর উল্লাহকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনি আসেন; আমিও থাকব। জনগণকে সঙ্গে নিয়ে আজ থেকেই একত্রে কাজ করব। আপনি মুরব্বি, আমি তো অনেক ছোট; এখানে লজ্জার কিছু নেই। আপনি এবং আমি দুজনেই মাঠে সক্রিয় থাকলেও এক মঞ্চে রাজনীতি করা হয়নি। তাই আর লজ্জা নয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এখন থেকেই একত্রে কাজ করতে চাই।’

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালী কোম্পানিগঞ্জের নেতা আব্দুল কাদের মির্জাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলে সমালোচনার মুখে পড়েন নিক্সন চৌধুরী। এর পরই দলের জ্যেষ্ঠ নেতার সঙ্গে দূরত্ব কমাতে তিনি এমন বক্তব্য রাখলেন বলে ধারণা করা হচ্ছে।

ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক মিরু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান।

ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো খবর