চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
কাদের বলেন, ‘বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। অতীতের মতো এবার তারা মাঝপথ থেকে সরে যায়নি।’
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ছবি: নিউজবাংলা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ করলে তাদের দল থেকে বের করে দেয়া হবে। দলে থাকলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।
‘দশটা উন্নয়ন কাজ ম্লান হয় একটি খারাপ কাজের জন্য। কাজেই কাউকে ছাড় দেয়া যাবে না। যেই অপরাধ করবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।
‘নমিনেশনের জন্য দলকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে।’