বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার বেতন মওকুফে গণস্বাক্ষর সংগ্রহ ছাত্র ইউনিয়নের

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ১৬:১২

ছাত্র ইউনিয়ন সভাপতি বলেন, ‘করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফসহ ৮ দফা দাবি সারা দেশের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকবৃন্দের সমর্থন রয়েছে। ছাত্র ইউনিয়ন গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করবে।’

করোনাভাইরাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ফি মওকুফ, শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়াসহ ৮ দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ।

এমএম আকাশ বলেন, ‘করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও বেতন, ফি আদায় করা অমানবিক। এমনকি বাজার অর্থনীতির বিবেচনাতেও শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুযোগ-সুবিধা, ল্যাব, লাইব্রেরি বন্ধ থাকার পরেও এসবের ফি আদায় করা অন্যায্য।’

এ সময় তিনি পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফসহ ৮ দফা দাবি সারা দেশের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকবৃন্দের সমর্থন রয়েছে। ছাত্র ইউনিয়ন গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করবে।’

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকী, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা জেলা সংসদের সভাপতি মনির হোসেনসহ অনেকে।

আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে গণস্বাক্ষর সংগ্রহ করবে ছাত্র ইউনিয়ন।

এর আগে ১৮ জানুয়ারি বেতন, ফি মওকুফের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র ইউনিয়ন।

এ বিভাগের আরো খবর