বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিয়ে বিএনপির বক্তব্য অন্ধ বিরোধিতা: কাদের

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ১৮:২৮

করোনার টিকা নিয়ে বিএনপির অবস্থান সুনির্দিষ্ট নয়। বাংলাদেশ টিকা আনতে চুক্তি করার পর ফেসবুকে যখন আগে টিকা দেয়ার একটি ভুয়া তালিকা প্রকাশ হয়, তখন বিএনপি প্রশ্ন তোলে কেন ভিভিআইপিদের আগে টিকা দেয়া হবে। তবে সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে যে, আগে টিকা পাবে ফ্রন্টলাইনাররা, ভিভিআইপিরা নেবেন পরে, তখন বিএনপির অবস্থান পাল্টে যায়। এখন তারা প্রশ্ন তুলছে, আগে কেন সাধারণকে টিকা দেয়া হবে।

করোনার টিকা নিয়ে বিএনপি যে ধরনের বক্তব্য দিচ্ছে তাকে সরকারের অন্ধ বিরোধিতা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে ন্যাক্কারজনক রাজনীতি করছে।

রোববার নিজের সরকারি বাসভবনে এক আলোচনায় এ কথা বলেন আওয়ামী লীগ নেতা।

করোনার টিকা নিয়ে বিএনপির অবস্থান সুনির্দিষ্ট নয়। বাংলাদেশ টিকা আনতে চুক্তি করার পর ফেসবুকে যখন আগে টিকা দেয়ার একটি ভুয়া তালিকা প্রকাশ হয়, তখন বিএনপি প্রশ্ন তোলে কেন ভিভিআইপিদের আগে টিকা দেয়া হবে।

তবে সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে যে, আগে টিকা পাবে ফ্রন্টলাইনাররা, ভিভিআইপিরা নেবেন পরে, তখন বিএনপির অবস্থান পাল্টে যায়। এখন তারা প্রশ্ন তুলছে, আগে কেন সাধারণকে টিকা দেয়া হবে।

বিএনপির ধারণা, যে টিকা আনা হচ্ছে, সেটা নিরাপদ নয়। এতে মানুষের ক্ষতি হবে।

কাদেরের পাশাপাশি একই দিন সংবাদ সম্মেলন করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সরকার টিকা দিয়ে বিএনপিকে মেরে ফেলতে চাইছে।

সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘তাদের উদ্দেশ্য হলো, বিএনপিকে নিধন করা। খুন, গুম দিয়ে বিএনপিকে নিধন করার চেষ্টা করেছিল। এখন ভ্যাকসিনের নিরাপত্তার জন্য বিএনপিকে আগে দিয়ে নিধন করার চেষ্টা করছে। এ সরকার মানুষের মরা-বাঁচা নিয়েও তিরস্কার শুরু করেছে।’

অন্যদিকে বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের অন্ধ বিরোধিতা করতে গিয়ে বিএনপি নিজেদের এখন জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।’

সড়ক মন্ত্রী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহলের করোনার টিকা নিয়ে অপপ্রচার করছে। বিএনপি টিকা সংগ্রহের আগেই টিকা ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করেছিল। এখন তারা টিকার ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে।

‘বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার একসূত্রে গাঁথা। বিএনপি করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে, ন্যাক্কারজনক রাজনীতি করছে, যেমনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা চিকিৎসার চেয়েও রাজনীতি করেছে বেশি।’

চট্টগ্রামে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কাদের।

তিনি বলেন, ‘সকলকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘দেশব্যাপী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে ইতিমধ্যে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে সকল কাউন্সিল বিদ্রোহ করছেন তারাও কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় পড়বে।

‘সকলকে শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে’, যোগ করেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় প্রধান নেতা।

যেসব জেলায় এখনও আওয়ামী লীগের কমিটি দেয়া হয়নি, সেগুলো অচিরেই ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ বিভাগের আরো খবর