বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিন, ফখরুলদের জাফরুল্লাহ

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ১৭:৫৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এক আলোচনায় গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি বলি, আমার নাম যদি আসে আমি টিকা নেব। তো আপনারাও টিকা নেবেন, এটা আমাদের অধিকার।…আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা কোনও ব্যক্তিবিশেষ দু-চারজনকে দেয়া তা না, আমাদের সবাইকে টিকা দিতে হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্টে বিএনপির শরিক মাহমুদুর রহমান মান্না, ২০ দলীয় জোটের শরিক সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের উপস্থিতিতে এক আলোচনায় সবাইকে টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

এই পরামর্শ এমন এক সময় এল তার কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, করোনার টিকা দিয়ে বিএনপিকে মেরে ফেলতে চাইছে সরকার।

রোববার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় জাফরুল্লাহ এই পরামর্শ দেন।

করোনার টিকা নিয়ে বিএনপির অবস্থান সুনির্দিষ্ট নয়। বাংলাদেশ টিকা আনতে চুক্তি করার পর ফেসবুকে যখন আগে টিকা দেয়ার একটি ভুয়া তালিকা প্রকাশ হয়, তখন বিএনপি প্রশ্ন তোলে কেন ভিভিআইপিদের আগে টিকা দেয়া হবে।

তবে সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে যে, আগে টিকা পাবে ফ্রন্টলাইনাররা, ভিভিআইপিরা নেবেন পরে, তখন বিএনপির অবস্থান পাল্টে যায়। এখন তারা প্রশ্ন তুলছে, আগে কেন সাধারণকে টিকা দেয়া হবে।

বিএনপির ধারণা, যে টিকা আনা হচ্ছে, সেটা নিরাপদ নয়। এতে মানুষের ক্ষতি হবে।

এই আলোচনা সভা চলাকালে বিএনপি নেতা রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য হলো, বিএনপিকে নিধন করা। খুন, গুম দিয়ে বিএনপিকে নিধন করার চেষ্টা করেছিল। এখন ভ্যাকসিনের নিরাপত্তার জন্য বিএনপিকে আগে দিয়ে নিধন করার চেষ্টা করছে। এ সরকার মানুষের মরা-বাঁচা নিয়েও তিরস্কার শুরু করেছে।’

গত কয়েক বছর ধরে বিএনপির সঙ্গে সখ্য গড়ে তোলা চিকিৎসক জাফরুল্লাহর টিকা নিয়ে কোনো সংশয় নেই। বিএনপির অবস্থানের বাইরে গিয়ে তিনি পরামর্শ দিয়েছেন সবাই যেন টিকা নেন।

বিএনপির জোট ঐক্যফ্রন্টের নেতা বলেন, ‘আমি বলি, আমার নাম যদি আসে আমি টিকা নেব। তো আপনারাও টিকা নেবেন, এটা আমাদের অধিকার।’

সবার টিকা নিশ্চিত করতে আন্দোলনে নামতেও ফখরুলদের পরামর্শ দেন জাফরুল্লাহ। বলেন, ‘আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা কোনও ব্যক্তিবিশেষ দু-চারজনকে দেয়া তা না, আমাদের সবাইকে টিকা দিতে হবে।’

তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন আমাদের অধিকার। প্রতিটি জনগণের এই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে।

‘আজকেও যদি পত্রিকা দেখেন, করোনার কারণে দেশে দারিদ্র্য বেড়েছে। তাই দেশের জনগণ যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে সেজন্য গরিবদের ভ্যাকসিন দেয়া দরকার। কিন্তু সরকার ভালো কথা শুনবে না।‘

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার আগে টিকা নেয়ার পরামর্শও দেন জাফরুল্লাহ। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা টিকার প্রথম ডোজ নেননি বলেই শেখ হাসিনাও সবার আগে টিকা নিতে রাজি হননি।

আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনার শুরু থেকে এখন ভ্যাকসিন পর্যন্ত তারা (সরকার) সবকিছু নিজেদের পকেট ভরার কাজ করেছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করেছে। সবাইকে এক হয়ে আন্দোলন করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।’

বিএনপি নেতা শওকত মাহমুদ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদও এ সময় বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর