বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুতাগুতি আর না: একরামুল করিম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ জানুয়ারি, ২০২১ ১৯:০৯

‘আমরা ভালোবাসি শেখ হাসিনাকে। তার উন্নয়ন যদি ধরে রাখতে হয়, গুতাগুতি আর না। মির্জা সাহেব এমন কোনো ব্যক্তিত্ব না যে ওনার সঙ্গে ফাইট করতে হবে। আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে আমাদের নেতারা ডেকে মিনিমাইজ করে দেবেন।’

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে কোনো দ্বৈরথে যেতে চান না নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

তিনি বলেছেন, ‘কাদের মির্জা সাহেব এমন কোনো ব্যক্তি না যে ওনার সঙ্গে ফাইট করতে হবে।’

ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সন্তান বলার কয়েক ঘণ্টা পর আবার লাইভে এসে তিনি বলেন, ‘আমরা ভালোবাসি শেখ হাসিনাকে। তার উন্নয়ন যদি ধরে রাখতে হয়, গুতাগুতি আর না।’

বিরোধ মেটাতে মধ্যস্ততাও কামনা করছেন একরামুল। বলেন, ‘আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে আমাদের নেতারা ডেকে মিনিমাইজ করে দেবেন।’

কাদের মির্জা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই।

গত ১৬ জানুয়ারির ভোটের আগে থেকেই তিনি ব্যাপক আলোচনায় আসেন নানা বক্তব্য দিয়ে।

শুরুর দিকে কারও নাম না বললেও ১৬ জানুয়ারি ভোট শেষে তিনি স্পষ্টতই বলেন, নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিয়ে কথা বলেছেন তিনি।

একরামুল এতদিন মুখ খোলেননি। তবে বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে তিনি ২৭ সেকেন্ড কথা বলেন। তবে পরে আবার সে ভিডিও ডিলিটও করে দেন। যদিও তা এর আগেই ভাইরাল হয়ে যায়। কপি করে নানা পেজে উঠে যায় ভিডিওটি।

একরামুল সেই লাইভে বলেন, ‘আমি কথা বললে তো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে; তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব। আমার নাম যদি জেলা কমিটিতে না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব।’

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নোয়াখালী আওয়ামী লীগে আবার তোলপাড়। কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভে নামেন কাদের মির্জা। দাবি তুলেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে একরামুল করিমকে বহিষ্কার করতে হবে। এই দাবিতে অবস্থান কর্মসূচিও পালন করছেন কাদের মির্জা।

এর মধ্যে দ্বিতীয়বারের মতো ফেসবুক লাইভে এলেন একরামুল। এবার তিনি কথা বলেন দুই মিনিট। তিনি বলেন, ‘আমি কালকের রাতে একটা স্ট্যাটস দিয়েছিলাম। তবে আমি সেটা মির্জা কাদেরকে বুঝিয়েছি। ওবায়দুল কাদের ছিলেন বীর মুক্তিযোদ্ধা আর মির্জা কাদেরের ফ্যামিলিটা হচ্ছে মুক্তিযোদ্ধাবিরোধী ফ্যামেলি।’

তিনি বলেন, ‘সব নেতাকর্মীকে বলব মির্জা সাহেব আমার বিরুদ্ধে যা করেছেন আমার গালে গালে উনি জুতা মেরেছেন.. এর প্রতিবাদে আপনারা যেভাবে রাস্তাঘাটে জেগে উঠেছিলেন…. আজকে আমি আপনাকে দিক নির্দেশনা দিচ্ছি… যদি ওবায়দুল কাদেরকে ভালোবাসেন আপনারা কেউ প্রতিবাদ সভা করবেন না, গণজমায়েত করবেন না।’

এ বিভাগের আরো খবর