ভারত থেকে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আনছে সরকার। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে উৎপাদিত এই টিকার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকীতে শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো তথ্য-উপাত্ত তুলে না ধরে রিজভী বলেন, ‘ভারতে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশে আনা হচ্ছে।’
ভারতের সিরাম থেকে অক্সফোর্ডের টিকার তিন কোটি ডোজ আনতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে নিয়োগ নিয়েছে সরকার। ৫০ লাখ ডোজের প্রথম চালানটি পৌঁছানোর কথা ২৫ জানুয়ারির মধ্যে।
কেনা তিন কোটি ডোজের বাইরে উপহার হিসেবে বাংলাদেশকে আরও ২০ লাখ ডোজ টিকা দিচ্ছে ভারত সরকার। এই টিকা পৌঁছানোর কথা বুধবার বা বৃহস্পতিবার।
টিকা দেয়ার কার্যক্রমও শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য ২৬ জানুয়ারি থেকে শুরু হবে অনলাইনে নিবন্ধন।
এই টিকা ভিন্ন মতের বা বিরোধী দলের কেউ নাও পেতে পারে বলে সন্দেহ রিজভীর।
তিনি বলেন, ‘শুধুমাত্র সরকারি দলের নেতাদের তালিকা করে করোনা ভ্যাকসিন দেয়ার খবর শুনা যাচ্ছে। ভিন্ন মতের বা বিরোধী দলের লোকেরা করোনা ভ্যাকসিন পাবে কি না যথেষ্ট সন্দেহ রয়েছে।
‘ভোট কেন্দ্রে যেমন বিরোধী দলের নেতাকর্মীরা যেতে পারে না, তেমনি করোনা ভ্যাকসিনও বিরোধী দলের নেতাকর্মীরা পাবে না।’