বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাগলামি কইরা নেতা হওয়া যায় না, কাদের মির্জাকে নিক্সন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ জানুয়ারি, ২০২১ ২১:৫১

‘আর একটা কথা কইতে মন চাইতেছে। না কইয়া পারি না। আগে দুই একটা ভাঙ্গার পাগল আমারে নিয়া কথা কইত। আমি এতবড় নেতাই হইছি এখন ভিন দেশি পাগল আমার উপর খ্যাপছে।’

নোয়াখালীর বসুরহাটে নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা পাগলামি করছেন বলে মনে করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

নিজের ক্ষেপাটে আচরণ ও বক্তব্য নিয়ে নানা সময় আলোচনায় আসা এই নেতা কাদের মির্জাকে উল্লেখ করে বলেছেন, ‘এসব পাগল বাইরে রাখা উচিত না, পাবনায় পাঠানো উচিত।’

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় আসা কাদের মির্জা দলের কয়েকজন সংসদ সদস্যের পাশাপাশি বহু জনের সমালোচনা করেছেন। তিনি কথা বলেছেন নিক্সন চৌধুরীকে নিয়েও।

নিক্সন এর জবাব দেয়ার পর কাদের মির্জা তাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘মিয়া আমার রাজনীতির যে বয়স, আপনার বয়স এত হইছেনি?’

তার অভিযোগ, নিক্সন চৌধুরী ভোটে জিতেছেন কারচুপি করে। আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহকে হারিয়েছেন চুরি করে।

শনিবারের ভোটে কাদের মির্জা জিতেছেন বড় ব্যবধানে। দুই দিন পর ভাঙ্গা পৌরসভায় এক সংবর্ধনা সভায় এর জবাব দেন নিক্সন।

তিনি কাদের মির্জাকে বলেন, ‘সরকারকে অনুরোধ করব এ সব পাগল বাইরে রাখা উচিত না। যথাশীঘ্রই পাবনায় পাঠানো উচিত।’

তিনি বলেন, ‘আর একটা কথা কইতে মন চাইতেছে। না কইয়া পারি না। আগে দুই একটা ভাঙ্গার পাগল আমারে নিয়া কথা কইত। আমি এতবড় নেতাই হইছি এখন ভিন দেশি পাগল আমার উপর খ্যাপছে।

‘তারে আমি কিছু কইছি? তারে আমি চিনি? জীবনে নাম শুনছি? সে কয় আমি ভোট ডাকাতি কইরা এমপি হইছি। পাগলা স্বপ্নে না দেখলে এমন কথা কইতে পারে না।’

নিক্সন চৌধুরী আরও বলেন, ‘পাগলারেও আমি চিনি না, জীবনে দেহি নাই, জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে ।’

কাদের মির্জা পিটুনি খাবেন বলেন মনে করেন নিক্সন। বলেন, ‘সরকারের উচিত এই সব পাগল যথাশীঘ্রই পাবনায় পাঠানো। না হলে গণধোলাই এমন খাবে যে চেহারা চেনা যাবে না।’

পৌরসভার নির্বাচনে প্রচার কাজ চলা অবস্থায় গত ১৩ জানুয়ারি এক নির্বাচনী সভায় নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মির্জা কাদের সাংসদ নিক্সনকে জড়িয়ে একটি বক্তব্য দেন । যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ওই বক্তব্যে মির্জা কাদের অভিযোগ করেন, সাংসদ নিক্সন তাকে চুনোপুটি হিসেবে আখ্যায়িত করেছেন।

এর জবাবে মির্জা কাদের বলেন, ‘নিক্সন চৌধুরী সাহেব আপনি বলেছেন চুনুপুটিদের কথা কে শোনে। নিক্সনকে জিগাই আপনার বয়স কত। আমার রাজনৈতিক বয়স আপনার বয়সের চেয়ে বেশি।’

এ বিভাগের আরো খবর