বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বসুরহাট: ভোট ইভিএমে, রিজভীর দাবি ভরা হয়েছে বাক্স

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ১৭:৩০

‘তিনি (কাদের মির্জা) এর আগেরবার জনগণের ভোটে বসুরহাটের মেয়র নির্বাচিত হননি। তাকে জেতানোর জন্য নির্বাচনের আগের রাতেই তার ভোটের বাক্সে ভোট ঢুকিয়ে রাখা হয়েছিল। তাহলে এবারেও কি কাদের মির্জাকে জেতানোর জন্য নির্বাচনের আগের রাতে নাকি সকালে ভোটের বাক্সে ব্যালট পেপার ঢোকানো হয়েছে?’

বিএনপির প্রার্থী কামালউদ্দিন চৌধুরী নোয়াখালীর বসুরহাটের নির্বাচনকে সুষ্ঠু বললেও দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, ভোট সুষ্ঠু হয়নি।

সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হলেও রিজভীর দাবি , নৌকা মার্কায় সিল দিয়ে ব্যালট বাক্সে ভর্তি করা হয়েছে।

শনিবারের ভোটে কাদের মির্জা ভোট পান সাড়ে ১০ হাজার ৭৩৮ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ভোট পান এক হাজার ৭৭৮টি।

কামাল উদ্দিন চৌধুরী বলেছেন, ভোট সুষ্ঠু হয়েছে এবং তার কোনো অভিযোগ নেই। স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়া জামায়াত নেতা মোশারফ হোসেনও একই কথা বলেছেন। তিনি ভোট পেয়েছেন দেড় হাজারের কম।

তবে সেখানে সুষ্ঠু ভোট হয়েছে, এটা মানেন না রিজভী।

সোমবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জার আগের একটি বক্তব্য তুলে ধরে বলেন, ‘তিনি (কাদের মির্জা) এর আগেরবার জনগণের ভোটে বসুরহাটের মেয়র নির্বাচিত হননি। তাকে জেতানোর জন্য নির্বাচনের আগের রাতেই তার ভোটের বাক্সে ভোট ঢুকিয়ে রাখা হয়েছিল। তাহলে এবারেও কি কাদের মির্জাকে জেতানোর জন্য নির্বাচনের আগের রাতে নাকি সকালে ভোটের বাক্সে ব্যালট পেপার ঢোকানো হয়েছে?’

১৬ জানুয়ারি যে ৬০টি পৌরসভায় ভোট হয়েছে, তার মধ্যে মেয়র পদে নির্বাচন হয়েছে ৫৬টি। এর মধ্যে ৩০টিতে ব্যালটে আর ২৬টিতে ভোট হয়েছে ইভিএমে।

বসুরহাটে ইভিএমে ভোট হলে বাক্সে ব্যালট পেপার কীভাবে ঢোকানো হয়েছে, সেই ব্যাখ্যা তিনি দেননি।

ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ‘বসুর হাট' মডেলের নির্বাচন চান।’

এর জবাবে রিজভী বলেন, “প্রধানমন্ত্রীর ‘বসুরহাট মডেল’ এর মর্মার্থ হলো ‘সবই আমরা আমরা’।”

তিনি বলেন, ‘এই মডেলে তারা নিজেরাই নিজেদের প্রশংসায় ভাসিয়ে দেবে আবার নিজেরাই নিজেদের বিরোধিতায় মেতে উঠবে।…পূর্ব নির্ধারিত এইসব একতরফা নির্বাচনকে একটু রমরমা করতেই এবারের মডেল ছিলেন আব্দুল কাদের মির্জা।’

রিজভীর দাবি, ‘গত শনিবার দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভায় আগের মতোই ব্যাপক সহিংসতা, রক্তপাত ও ভোট ডাকাতির নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। নির্বাচন নিয়ে অন্ধকার শ্বাসরোধী পরিবেশের কোনো পরিবর্তনই হয়নি।’

গত শনিবারের ভোটের দিন বিএনপির দুই জন প্রার্থী নির্বাচনের প্রশংসা করেন। বসুরহাটের প্রার্থী ছাড়া অন্যজন হলেন কুষ্টিয়া পৌরসভার বশিরুল আলম চাঁদ।

চাঁদ আওয়ামী লীগের চেয়ে ভোট কম পেয়েছেন ৫১ হাজার।

এই নির্বাচনে বিএনপির প্রার্থীরা জিতেছেন চারটিতে, আওয়ামী লীগের প্রার্থীরা ৪১টিতে, আটটিতে জিতেছেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করা প্রার্থীরা যাদের দুই জন বিএনপি নেতা। একজন করে জিতেছেন জাতীয় পার্টি ও জাসদের নেতা।

চার জন প্রার্থী নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

কারচুপির অভিযোগ এনে বিএনপির ছয় জন প্রার্থী ভোট বর্জন করেছেন। অন্যদিকে ফলাফল প্রত্যাখ্যান করেছেন দুই জন।

সিরাজগঞ্জের তিনটি আসনে ব্যাপক কারচুপির অভিযোগ এসেছে গণমাধ্যমে। তবে অন্য পৌরসভা নিয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীরাও কোনো অভিযোগ করেননি।

ভোটের ফল পাওয়ার পর সিরাজগঞ্জে জয়ী কাউন্সিল প্রার্থী তরিকুল ইসলাম নিহত হন প্রতিপক্ষের হামলায়। তিনি বিএনপির কর্মী।

এই বিষয়ে রিজভী বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কতটা নৃশংস হতে পারে এটা তার প্রমাণ। এদের মনে কোন অনুশোচনা নেই। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না।'

রিজভীর দাবি, বহু কেন্দ্রে ইভিএমে নৌকা ছাড়া কোন প্রতীক রাখা হয়নি। আর যেসব এলাকায় ব্যালটে ভোট হয়েছে, সেগুলোতে প্রশাসনের সহযোগিতায় সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।

কেন্দ্রে কেন্দ্রে ভোটারের যে লাইন ছিল, সেগুলোকে কৃত্রিম বলেন বিএনপি নেতা।

রিজভী বলেন, ‘সত্যিকার ভোট হলে আওয়ামী লীগের প্রার্থীরা দরজা ঠুয়াই পাইব না, দরজা খুঁজে পাবে না-এটা তো আওয়ামী লীগের প্রার্থীর মুখ থেকে আসছে। আর এটাই হলো বাস্তবতা। এ কারণে সুষ্ঠু ভোট শেখ হাসিনার কাছে আতঙ্ক।’

কাদের মির্জা আইটেম বয়

এই নির্বাচনে বড় ব্যবধানে জয়ী আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জাকে নিয়ে মূল্যায়নও পাল্টেছে রিজভীর।

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গত ১০ জানুয়ারি ওবায়দুল কাদেরের ভাই আন্দোলনে নামার পর তার প্রতি মুগ্ধ হন রিজভী।

১১ জানুয়ারি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আব্দুল কাদের মির্জার বক্তব্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র।’

তবে ১৬ জানুয়ারির ভোটে নৌকা মার্কার এই প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর চেয়ে ছয় গুণ বেশি ভোটে জয়ী হওয়ার পর রিজভী এবার কাদের মির্জাকে বললেন ‘আইটেম বয়’।

ভোটের দুই দিন পর সংবাদ সম্মেলনে এসে নিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জাকে আইটেম বয় বানিয়ে মার্কেটে ছেড়ে তামাশায় লিপ্ত হয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে তামাশায় লিপ্ত রয়েছেন। কখনও নন ইস্যুকে ইস্যু বানিয়ে জনগণকে ব্যস্ত রাখা বা কখনও আব্দুল কাদের মির্জার মতো আইটেম বয় মার্কেটে ছেড়ে গণমাধ্যমকে ব্যস্ত রাখা-এইসব অপকৌশলের ব্যাপারে জনগণ সচেতন।’

এ বিভাগের আরো খবর