জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে। নির্বাচনে হত্যাযজ্ঞ গণতান্ত্রিক পরিবেশে মেনে নেয়া যায় না। নির্বাচনে সন্ত্রাস রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে আহবান জানান তিনি।
শুক্রবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
গত ১২ জানুয়ারি থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে উত্তরার বাসায় আইসোলেশনে আছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তার সুস্থতা কামনা করে এ সময় দেশবাসীর কাছে দোয়া চান দলটির মহাসচিব।
এর আগে দলের চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন তেলওয়াত করা হয়। এ ছাড়া শুক্রবার দেশের প্রতিটি জেলায় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাবলু বলেন, ‘আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম এবং থাকব। জাতীয় পার্টি সব সময় গণমানুষের কথা বলবে।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে জি এম কাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বেই সুশাসন ও উন্নয়নের নতুন বাংলাদেশ গড়বে জাতীয় পার্টি। তার নেতৃত্বে জাতীয় পার্টি দুর্বার ও দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। সরকার ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছে। কিন্তু ধর্ষণ কমেনি। আমরা চাই আইনের শাসন নিশ্চিত হোক।
তিনি বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তাই ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। দেশের মানুষের টাকা যারা বিদেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান বাবলু।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালামা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান হুসেইন মকবুল শাহরিয়ার আসিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিতি ছিলেন।