বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাপস-খোকন পাল্টাপাল্টিতে বের হচ্ছে দুর্নীতি: ফখরুল

  •    
  • ১০ জানুয়ারি, ২০২১ ১৯:৪৭

‘এটা দিয়ে দুর্নীতির সর্বগ্রাসী চিত্র-সেটাই প্রকাশিত হয়েছে। কারণ, একজন বর্তমান মেয়র, আরেকজন সাবেক মেয়র। বর্তমান মেয়র অভিযোগ করছেন যে, সাবেক মেয়র দুর্নীতি করেছেন।...যারা এখন আছেন, তারা কী করছেন সেটাও আমরা পত্র-পত্রিকায় দেখতে পারছি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস এবং সাবেক মেয়র সাঈদ খোকনের পাল্টাপাল্টিতে সরকারের দুর্নীতি সামনে আসছে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব বলেন, ‘এটা দিয়ে দুর্নীতির সর্বগ্রাসী চিত্র-সেটাই প্রকাশিত হয়েছে। কারণ, একজন বর্তমান মেয়র, আরেকজন সাবেক মেয়র। বর্তমান মেয়র অভিযোগ করছেন যে, সাবেক মেয়র দুর্নীতি করেছেন।

‘তার মুখ দিয়ে বেরিয়ে আসছে যে, আগে দুর্নীতি কী হয়েছে?...যারা এখন আছেন, তারা কী করছেন সেটাও আমরা পত্র-পত্রিকায় দেখতে পারছি। সুতরাং বর্তমানে দেশে দুর্নীতির সর্বগ্রাসী যে চিত্র সেটাই বেরিয়ে এসেছে।’

রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে করোনার টিকার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেন ফখরুল।

এ সময় ঢাকা দক্ষিণের বর্তমান ও সাবেক মেয়রের পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে ফখরুলের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নুর তাপস (বামে) ও সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন দুটি মার্কেটের নকশা বহির্ভুত দোকান উচ্ছেদ নিয়ে দুই মেয়র এখন মুখোমুখি।

এই দোকানগুলো মেয়র খোকনের আমলে বরাদ্দ দেয়া হয়েছিল। দোকনিরা দাবি করছেন, তারা টাকা দিয়ে বরাদ্দ নিয়েছেন এবং সে টাকা দেয়ার রসিদ আছে।

তবে সিটি করপোরেশন বলছে, দোকানিদের কাছ থেকে নেয়া টাকা সংস্থার তহবিলে জমা পড়েনি।

সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। পুলিশের তদন্ত সংস্থা পিবিআই তদন্তও করছে।

শনিবার ঢাকায় ক্ষতিগ্রস্ত দোকানিদের এক কর্মসূচিত অংশ নিয়ে খোকন অভিযোগ করেন, বর্তমান মেয়র তাপস দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তিনি নিজেই এতে জড়িত।

সাবেক মেয়রের দাবি, বেসরকারি মধুমতি ব্যাংকে সিটি করপোরেশনের তহবিল রাখায় তাপস মেয়র থাকার বৈধতা হারিয়েছেন। এই ব্যাংকটিতে তাপসের মালিকানা আছে এবং এ কারণে তার স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে।

মেয়র তাপস অবশ্য বলেছেন, আইন মেনেই সিটি করপোরেশনের টাকা মধুমতি ব্যাংকে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘প্রত্যেক বেসরকারি ব্যাংক আমানত সংগ্রহ করে থাকে, মধুমতি ব্যাংকও আমানত সংগ্রহ করে থাকে। বিভিন্ন সরকারি সংস্থা থেকে আমানত সংগ্রহ করা হয়। এটা আইন বহির্ভূত কিছু না।’

তাপসের দাবি খোকন ‘ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কেউ যদি উন্মাদের মত প্রলাপ বকছেন।’ আর দায়িত্বশীল পদে বসে সেটার উত্তর দেয়া সমীচীন মনে করেন না।

এ বিভাগের আরো খবর