মেয়র নির্বাচিত হলে নড়াইল পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী আনজুমান আরা।
বলেছেন, ‘নির্বাচনে জয়ী হলে সততার সঙ্গে কাজ করে আমি নেত্রীর সম্মান অক্ষুন্ন রাখতে চাই। আমার লক্ষ্য নড়াইলকে সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তোলা। আমার কাছে টাউট-বাটপাড়ের কোনো স্থান হবে না। আমি জবাবদিহিমূলক পৌরসভা গড়ে তুলতে চাই।’
পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি ভোট হবে নড়াইল সদরে। সেখানে মেয়র পদে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন আনজুমান।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশে উন্নয়ন হয়েছে অভূতপূর্ব। এই নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিলে আরও বেশি উন্নয়ন পাবে নড়াইলবাসী।’
শনিবারে নড়াইল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন আনজুমান আরা।
তিনি বলেন, ‘নৌকা জিতলে দেশ আরও সমৃদ্ধ হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। আমি পৌরসবাসীর সেবা করতে চাই। সুখ দুঃখের সাথী হতে চাই।’
মতবিনিময়ে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকু।
প্রার্থীর কাছে নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করেন সাংবাদিক কার্ত্তিক দাস, নঈমুর রহমান, এম মুনির চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, সাইফুল ইসলাম তুহিন।