বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারের প্রশংসা: নিজ দল সিপিবির রোষানলে মনজুরুল

  •    
  • ৮ জানুয়ারি, ২০২১ ২১:৪৮

গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মনজুরুল আহসান খানের নামে একটি নিবন্ধ প্রকাশ হয়। এতে তিনি লেখেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যমুনা সেতু ও পদ্মা সেতু আজ দৃশ্যমান। দেশ ক্রমেই উন্নত দেশের পর্যায়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ আজ পৃথিবীর মানচিত্রে দৃশ্যমান হয়ে উঠছে।’

পত্রিকায় কলাম লেখে বর্তমান সরকারের আমলের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করায় নিজ দল সিপিবিতে বেকায়দায় পড়েছেন বামপন্থি দলটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান।

বর্তমানে দলের উপদেষ্টার দায়িত্বে থাকা এই নেতাকে দায়িত্ব থেকে ছয় মাসের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

গত ৫ জানুয়ারি সিপিবির প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে শুক্রবার দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগের প্রধান আবদুল্লাহ ক্বাফী রতনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনজুরুল আহসান খান একটি দৈনিক পত্রিকায় লিখিত প্রবন্ধের একটি অংশ ও অন্য একটি দৈনিক পত্রিকায় সাক্ষাৎকারের বক্তব্য বর্তমান সরকার সম্পর্কে দলের দৃষ্টিভঙ্গী, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাই দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

মনজুরুলের কোন বক্তব্য দলের নীতি ও দৃষ্টিভঙ্গীর বিরোধী, সেটা স্পষ্ট করা হয়নি বিজ্ঞপ্তিতে।

জানতে চাইলে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলমও কিছু স্পষ্ট করেননি। নিউজবাংলাকে তিনি বলেন, পার্টির কংগ্রেসের যে রাজনৈতিক লাইন, তার সঙ্গে মনজুরুল আহসান খানের প্রবন্ধ সাংঘর্ষিক।’

দলের এক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, ‘গত ১৫ ডিসেম্বর তিনি একটি নিবন্ধে লিখেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। এটা দলের নীতির সঙ্গে যায় না।

‘আবার ৩ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এটাও দল পছন্দ করেনি।’

মনজুরুল আহসান খান পাকিস্তান আমলে ৬০ এর দশক থেকে বাম রাজনীতিতে জড়িত। তিনি ১৯৯৯ সালে সিপিবির সভাপতি নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন টানা ১৩ বছর। ২০১২ সালে তিনি দলের উপদেষ্টা নির্বাচিত হন।

এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মনজুরুল আহসান খান নিউজবাংলাকে বলেন, ‘দলের যে সিদ্ধান্ত সেটা আমার জন্য শিরোধার্য। এর বাইরে আমার কোনো বক্তব্য নাই।’

মনজুরুল যা লিখেছিলেন

গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মনজুরুল আহসান খানের নামে একটি নিবন্ধ প্রকাশ হয়। এতে পাকিস্তান আমল থেকে বর্তমান সময় পর্যন্ত নানা রাজনৈতিক ঘটনা তুলে ধরে শেষ দিকে দেশের উন্নয়নের কথা বলা হয়।

মনজুরুল লেখেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যমুনা সেতু ও পদ্মা সেতু আজ দৃশ্যমান। দেশ ক্রমেই উন্নত দেশের পর্যায়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ আজ পৃথিবীর মানচিত্রে দৃশ্যমান হয়ে উঠছে।’

এই লেখাটি মনজুরুল দিয়েছিলেন কানাডার নাগরিক পত্রিকায়। পরে তার অনুমতি নিয়ে পুনঃপ্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন।

এরপর সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম পত্রিকায় বিবৃতি দিয়ে বলেন, বর্তমান সরকার সম্পর্কে মনজুরুলের দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন সিবিপির মূল্যায়ন নয়।

সিপিবির অভিযোগ, একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। এ জন্য তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এই অবস্থায় বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান হয় ওই বিজ্ঞপ্তিতে।

বছর কয়েক আগে সিপিবির আরও একটি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা হয়। সে সময় দলের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে দলের সমালোচনা করা যাবে না।

এ বিভাগের আরো খবর